আল্লাহ এ দেশকে হেফাজত করুন: খায়রুল বাসার

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৭: ৪৫

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের কণ্ঠে এবার যুক্ত হলেন অভিনেতা খায়রুল বাসার।

গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আল্লাহর গজব পরুক তাদের উপর যারা মানুষ হতে পারলো না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে। যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বার বার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই...’

বিজ্ঞাপন

খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনও এই বিষয়ে সোচ্চার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত