বাবার কবরে শায়িত হলেন জসীম পুত্র রাতুল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭: ৩৩

প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জসীম পুত্র রাতুল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পোস্টে সনি রহমান লিখেছেন, ‘বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেবের ছেলে রাতুলের দ্বিতীয় জানাজা সকাল ৮ টায় বনানীর কবরস্থানে সম্পূর্ণ হয় এবং জসিম সাহেবের কবরেই তাকে সমাহিত করা হয়। আমি দুজনেরই আত্মার মাগফিরাত কামনা করছি।’

রাতুল জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ফ্রন্টম্যান ও বেজিস্ট। গতকাল দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি জিমে ব্যায়াম করতে গিয়ে মারা যান তিনি।

অন্যদিকে মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান শক্তিমান অভিনেতা জসীম। মৃত্যুর দুই যুগ পর তাঁর মেজ সন্তান এ কে রাতুলের মৃত্যুর খবরের মাধ্যমে আবারও ফিরে এলেন এই কিংবদন্তি।

রাতুলের বড় ভাই এ কে রাহুল নিজেও গায়ক। আর ছোটজন এ কে সামি ড্রামার।

এ কে সামি আজ সকালে রাতুলকে সমাহিত করে এসে পোস্ট দেন, ‌‘মাত্রই আমার বেবি ব্রাদারকে শায়িত করে এলাম।’

রাহুল ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে বাবা জসীমের কোলে ছোট রাতুল। আর ক্যাপশনে রাহুল লেখেন, ‘একসাথে থাকো’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত