
বিনোদন রিপোর্টার

বাংলাদেশি আইডল’খ্যাত এই প্রজন্মের বেশ শ্রোতাপ্রিয় একজন সুরেলা কণ্ঠের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। তার কণ্ঠের বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। যে কারণে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো’তে নিশ্চুপ বৃষ্টির স্টেজ শো’তেও বেশ ভালো চাহিদা রয়েছে। গানের ভুবনে পথচলায় বৃষ্টি অনেক গীতিকারেরই গান করেছেন। কিন্তু এবারই প্রথম তিনি তারেক আনন্দের লেখা কোনো গান গাইছেন। গানের শিরোনাম ‘ঘুম ঘুম চোখ’।
গানের কথা এমন, ‘তোমার ঘুম ঘুম চোখে, ভালোবাসার রোদ পড়ুক, বৃষ্টি নামুক অঝোর ধারায়’। এই গানের সুর সঙ্গীত করছেন অয়ন চাকলাদার। গানটিতে বৃষ্টির সঙ্গে গাইবেন তামিম।
তারেক আনন্দ জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিবেন শিল্পীরা। তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির সুমধুর কণ্ঠে আমার কথায় আরো আগেই গান গাওয়ার কথা ছিলো। কিন্তু তা হয়নি। আমি সবসময় চাই আমার গীতিকবিতা কোনো সুন্দর কণ্ঠে গান হোক। বৃষ্টির কণ্ঠ সুন্দর। এই গানটির সুরও সুন্দর। অয়ন চাকলাদার ভীষণ পছন্দের একজন সুরকার। বৃষ্টি ও তামিমের কণ্ঠে গানটি ভালোলাগবে আশা করছি।’
বৃষ্টি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ার লেখা বেশকিছু গান আমার শোনা হয়েছে। তিনি চমৎকার গান লিখেন। অনেক আগেই তার লেখা গান গাওয়ার কথা ছিলো। কিন্তু শেষমেষ ঘুম ঘুম চোখ-গানটিই প্রথম গান হচ্ছে। গানটির কথা এবং সুর এত চমৎকার, আশা করছি ভালোভাবে গানটি গাইতে পারবো এবং প্রত্যাশাও এমন যে গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’
আরো তিনটি নতুন গানের কাজ চলছে। সবগুলো গানেই অল্প কিছুদিনের মধ্যে ভয়েজ দিবেন বৃষ্টি। এদিকে গত শনিবার বাংলাভিশনের ‘সাধু সঙ্গীত’ অনুষ্ঠানের জন্য গান গেয়েছেন বৃষ্টি। এই আয়োজনে তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’, ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ও ‘গাড়ি চলে না, চলেনা’ গানগুলো গেয়েছেন। বৃষ্টি জানান, শিগগিরই বাংলাভিশনের পর্দায় তার পর্বটি প্রচার হবে।

বাংলাদেশি আইডল’খ্যাত এই প্রজন্মের বেশ শ্রোতাপ্রিয় একজন সুরেলা কণ্ঠের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। তার কণ্ঠের বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। যে কারণে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো’তে নিশ্চুপ বৃষ্টির স্টেজ শো’তেও বেশ ভালো চাহিদা রয়েছে। গানের ভুবনে পথচলায় বৃষ্টি অনেক গীতিকারেরই গান করেছেন। কিন্তু এবারই প্রথম তিনি তারেক আনন্দের লেখা কোনো গান গাইছেন। গানের শিরোনাম ‘ঘুম ঘুম চোখ’।
গানের কথা এমন, ‘তোমার ঘুম ঘুম চোখে, ভালোবাসার রোদ পড়ুক, বৃষ্টি নামুক অঝোর ধারায়’। এই গানের সুর সঙ্গীত করছেন অয়ন চাকলাদার। গানটিতে বৃষ্টির সঙ্গে গাইবেন তামিম।
তারেক আনন্দ জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিবেন শিল্পীরা। তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির সুমধুর কণ্ঠে আমার কথায় আরো আগেই গান গাওয়ার কথা ছিলো। কিন্তু তা হয়নি। আমি সবসময় চাই আমার গীতিকবিতা কোনো সুন্দর কণ্ঠে গান হোক। বৃষ্টির কণ্ঠ সুন্দর। এই গানটির সুরও সুন্দর। অয়ন চাকলাদার ভীষণ পছন্দের একজন সুরকার। বৃষ্টি ও তামিমের কণ্ঠে গানটি ভালোলাগবে আশা করছি।’
বৃষ্টি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ার লেখা বেশকিছু গান আমার শোনা হয়েছে। তিনি চমৎকার গান লিখেন। অনেক আগেই তার লেখা গান গাওয়ার কথা ছিলো। কিন্তু শেষমেষ ঘুম ঘুম চোখ-গানটিই প্রথম গান হচ্ছে। গানটির কথা এবং সুর এত চমৎকার, আশা করছি ভালোভাবে গানটি গাইতে পারবো এবং প্রত্যাশাও এমন যে গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’
আরো তিনটি নতুন গানের কাজ চলছে। সবগুলো গানেই অল্প কিছুদিনের মধ্যে ভয়েজ দিবেন বৃষ্টি। এদিকে গত শনিবার বাংলাভিশনের ‘সাধু সঙ্গীত’ অনুষ্ঠানের জন্য গান গেয়েছেন বৃষ্টি। এই আয়োজনে তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’, ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ও ‘গাড়ি চলে না, চলেনা’ গানগুলো গেয়েছেন। বৃষ্টি জানান, শিগগিরই বাংলাভিশনের পর্দায় তার পর্বটি প্রচার হবে।

অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি।
২৬ মিনিট আগে
পরিশ্রম নাকি শর্টকাট? বড়লোক হওয়ার আশায় গুপ্তধন খোঁজার এক হাস্যকর ও সাসপেন্সপূর্ণ গল্প নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’।
১ ঘণ্টা আগে
আবারও ঢাকার দর্শকদের গানের সুরে মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটি জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি গায়ক রফিকুল আলম। সম্প্রতি তার কণ্ঠে একসঙ্গে প্রকাশ পেয়েছে দুটি নতুন মৌলিক গান— পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে গান দুটি প্রকাশের পর বেশ উচ্ছ্বসিত এ বরেণ্য শিল্পী।
২১ ঘণ্টা আগে