তানিয়া বৃষ্টির ‘পার্সেল’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০: ০০

সাম্প্রতিক সময়ে জাকিউল ইসলাম রিপনের ‘মেথর’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানিয়া বৃষ্টি। এবার তাকে দেখা যাবে নাজমুল রনি নির্দেশিত একটি নাটকে। নাটকের নাম ‘পার্সেল’। নাটকটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল।

পরিচালক নাজমুল রনি বলেন, ‘তানিয়া বৃষ্টি এখন অভিনয়ে ভীষণ পরিপক্ব। তাকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। একজন শিল্পী যখন অভিনয়ে পরিপক্ব হয়ে উঠেন তখন তাকে নিয়ে নির্মাতা কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমি এর আগে একটি নাটকই তাকে নিয়ে নির্মাণ করেছি। ‘পার্সেল’ তাকে নিয়ে আমার দ্বিতীয় কাজ। এটা বলতেই হয় যে কাজের প্রতি তার ডেডিকেশনই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছে, যা দর্শকের ভীষণ ভালোলাগবে বলেই আমার প্রত্যাশা।’

বিজ্ঞাপন

তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকটির গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে উঠে। আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙ্গতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরো বেশি। আগামীতে আরো ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।’

নাজমুল রনি জানান, ‘পার্সেল’ নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

এদিকে এরই মধ্যে তানিয়া বৃষ্টি মহিন খান, অনন্য ইমনের নির্দেশনায় নিলয় আলমগীর ও মোশাররফ করিমের বিপরীতে নাটকে অভিনয় করেছেন। এই নাটকগুলোও একে একে প্রচারে আসবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত