বিনোদন রিপোর্টার
এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চ্যানেল আই আয়োজিত ‘ভিট তারকা’য় সেকেন্ড রানার আপ হয়ে মিডিয়াতে যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক ছিল আজ থেকে এক যুগ আগে ‘ঝুঁকির মধ্যে আছি’। এতে তার সহশিল্পী ছিলেন আখম হাসান। তবে এই নাটকটি প্রচারে আসেনি।
প্রথম প্রচারে আসে শরাফ আহমেদ জীবনের গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন, যাতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর অবশ্য তার অভিনীত নাটক যেমন প্রচারে আসতে শুরু করে। তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন। ২০২২ সালে তার নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করেই আলোচনায় আসেন। এতে বৃষ্টি তুখোড় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে।
অভিনয় জীবনের এই সময়ে এসে তানিয়া বৃষ্টি বলেন,‘ মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞ আমার বাবা মায়ের প্রতি। কৃতজ্ঞ চ্যানেল আই পরিবার বিশেষত সাগর স্যার, হাসান ভাই, রায়হান খান ভাই, কৃতজ্ঞ নির্মাতা জাকিউল ইসলাম রিপন ভাইয়ের প্রতি কারণ তিনিই প্রথম অনুভব করেন যে আমি অভিনয় করতে পারি, আমাকে দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো সম্ভব। যে কারণে আমাকে নিয়ে পিনিকেই ঝিনিক নাটকে অভিনয় করান। বিশেষভাবে কৃতজ্ঞ মোশাররফ করিম ভাইয়ের কাছে। কৃতজ্ঞ আমার সকল সহশিল্পী, সব নাটকের পরিচালক, ইউনিট’সহ সকল সাংবাদিক ভাই বোন এবং সর্বোপরি আমার ভক্ত দর্শকের প্রতি।’
সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।
এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চ্যানেল আই আয়োজিত ‘ভিট তারকা’য় সেকেন্ড রানার আপ হয়ে মিডিয়াতে যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক ছিল আজ থেকে এক যুগ আগে ‘ঝুঁকির মধ্যে আছি’। এতে তার সহশিল্পী ছিলেন আখম হাসান। তবে এই নাটকটি প্রচারে আসেনি।
প্রথম প্রচারে আসে শরাফ আহমেদ জীবনের গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন, যাতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর অবশ্য তার অভিনীত নাটক যেমন প্রচারে আসতে শুরু করে। তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন। ২০২২ সালে তার নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করেই আলোচনায় আসেন। এতে বৃষ্টি তুখোড় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে।
অভিনয় জীবনের এই সময়ে এসে তানিয়া বৃষ্টি বলেন,‘ মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞ আমার বাবা মায়ের প্রতি। কৃতজ্ঞ চ্যানেল আই পরিবার বিশেষত সাগর স্যার, হাসান ভাই, রায়হান খান ভাই, কৃতজ্ঞ নির্মাতা জাকিউল ইসলাম রিপন ভাইয়ের প্রতি কারণ তিনিই প্রথম অনুভব করেন যে আমি অভিনয় করতে পারি, আমাকে দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো সম্ভব। যে কারণে আমাকে নিয়ে পিনিকেই ঝিনিক নাটকে অভিনয় করান। বিশেষভাবে কৃতজ্ঞ মোশাররফ করিম ভাইয়ের কাছে। কৃতজ্ঞ আমার সকল সহশিল্পী, সব নাটকের পরিচালক, ইউনিট’সহ সকল সাংবাদিক ভাই বোন এবং সর্বোপরি আমার ভক্ত দর্শকের প্রতি।’
সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২২ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে