ফিলিস্তিনিদের পক্ষ নেয়ায় তোপের মুখে স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২৩: ৩৫
আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩: ৩৭

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ছবি পোস্ট করায় তোপের মুখে পড়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্যারিয়ারের বাইরে মাঝে মধ্যেই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এবার ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে আক্রমণের মুখে পড়লেন তিনি।

সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। পোস্টকৃত কর্মসূচির পোস্টার গাজা ও ফিলিস্তিনের মানুষের পাশে থাকা নিয়ে বার্তা বহন করছে। সেখানে লেখা, ‘অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।’ অর্থাৎ, সাম্প্রতিক নয়, বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল, সে কথাই স্পষ্টত বোঝাতে চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে আরেক এক পোস্টে কর্মসূচির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী স্বরা। পোস্টে তিনি লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সবাই ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।’

swara Bhaskar poster

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সমাজতান্ত্রিক দলগুলো সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে অনুষ্ঠিত হবে ওই সংহতি সভা। সভায় ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা হবে।

প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার এই পোস্টের পরেই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এই অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে।

নেটিজেনদের অনেকেই তাদের পেহেলগামে হামলার পর কোনো শোকবার্তা না দেয়ার বিষয়টি তুলে ধরেছেন অভিনেত্রীর সামনে।

কেউ কেউ লিখেছেন, ‘পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’

কেউ আবার বলেছেন, ‘মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’

এছাড়া কেউ কেউ আবার কটাক্ষ করে অভিনেত্রীকে লিখেছেন, ‘নিজের দেশের মর্মান্তিক পরিস্থিতিতে নিজ দেশের মানুষের জন্য তো একবারও মুখ খোলেননি। অথচ হাজার কিলোমিটার দূরের দেশের জন্য এত কষ্ট আপনার। মনুষ্যত্ব বলে কি কিছু আছে?’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত