বিনোদন রিপোর্টার
ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার এ অভিনেতা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের নির্দেশনায়। ‘খোয়াবনামা’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে।
নাটকটির সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে।
নির্মাতা হিসেবে ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে।
এই নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে। তৌসিফ বলেন, ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি। এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে? অভিনয় করতে গিয়ে তো কত রকম চরিত্রে করি। লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময়। তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি, আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেবে। এটাই সত্যি, এটাই বাস্তব।
শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসাথে কবর, সাপ এবং কবরের আজাব—যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি।
তৌসিফ আরো বলেন, অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। শুটিংয়ের ভিডিও দেখেছে অনেকেই।
ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার এ অভিনেতা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের নির্দেশনায়। ‘খোয়াবনামা’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে।
নাটকটির সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে।
নির্মাতা হিসেবে ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে।
এই নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে। তৌসিফ বলেন, ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি। এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে? অভিনয় করতে গিয়ে তো কত রকম চরিত্রে করি। লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময়। তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি, আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেবে। এটাই সত্যি, এটাই বাস্তব।
শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসাথে কবর, সাপ এবং কবরের আজাব—যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি।
তৌসিফ আরো বলেন, অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। শুটিংয়ের ভিডিও দেখেছে অনেকেই।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২৩ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে