কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বিচ্ছেদ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৬: ৪৪
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭: ২৮

পপ তারকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুম বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের আংটি বদলের ছয় বছর পর, পপ গায়িকা কেটি পেরি এবং অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

২০১৬ সাল থেকে এই যুগল প্রেমের সম্পর্কে ছিলেন এবং তাদের রয়েছে চার বছর বয়সী একটি কন্যাসন্তান।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাদের প্রতিনিধি জানান, গত কয়েক মাস ধরে কেটি ও অরল্যান্ডো ধীরে ধীরে তাদের সম্পর্ককে পরিবর্তন করে কন্যাসন্তানের সহ-অভিভাবকত্বকে অগ্রাধিকার দিচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়, তারা ভবিষ্যতেও একসঙ্গে পারিবারিকভাবে উপস্থিত হবেন, কারণ তাদের শেয়ার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অগ্রাধিকার হলো— ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে মেয়েকে বড় করে তোলা।

বলা প্রয়োজন, কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম ২০১৯ সালে ভালোবাসা দিবসে বাগদান সেরে ছিলেন। ছয় বছরেরও বেশি সময় ধরে তারা এভাবেই থেকেছেন। বাগদান সত্ত্বেও এই দম্পতি কখনও বিয়ের পরিকল্পনাই করেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত