আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিল্ম ক্লাবে মেজবা শরীফ

বিনোদন রিপোর্টার

ফিল্ম ক্লাবে মেজবা শরীফ

‘রহস্যঘেরা প্রীয়তমা’ ওয়েবফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী মেজবা শরীফ। তিনি একাধারে গায়ক, অভিনয় শিল্পী এবং আইনজীবী। সম্প্রতি নিয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্য পদ। তবে গায়ক হিসেবে পেয়েছেন সবচেয়ে বেশি সফলতা। দেশের প্রভাবশালী অডিও প্রতিষ্ঠান সিডি চয়েস, ঈগল মিউজিক, সংগীতাসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া গান।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’। এই গানে সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণাকে। অনুরূপ আইচের কথায় গেয়েছেন ‘আমি তোমার মন’। এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি। এছাড়া ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’, ‘ভালোবাসি’, ‘কত সুখে আছি আমি’, ‘বোঝে না সে বোঝে না’, ‘শুধু আমার’, ‘প্রেম’, ‘একটু শোন’ ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোনো দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’ ইত্যাদি গান গেয়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা। গান, অভিনয় এবং আইন পেশা নিয়ে মেজবা শরীফ বলেন, ‘গান আমার প্রথম ভালোবাসা। অভিনয়টা ভীষণ পছন্দের। ভালোবাসা থেকেই গান ও অভিনয় করছি। তবে আইনজীবীকে পেশা হিসেবে নিয়েছি। তিনটি বিষয় সমন্বয় করেই এগিয়ে যেতে চাই।’

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন