জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেতারে গাইলেন সাব্বির-অনন্যা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০: ০০
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০: ০০

জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। গানটির কথা হলো ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’।

গানটির কথা লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। মূলত তথ্য মন্ত্রণালয় থেকে এই গানটি করা হয়েছে।

বিজ্ঞাপন

সাব্বির জামান বলেন, ‘অনন্যার কণ্ঠটা ভীষণ মিষ্টি ও সুরেলা। অনন্যার সঙ্গে এর আগেও আমি বেতারে গান গেয়েছি। আমার সুরেও অনন্যা গান গেয়েছিল। যথারীতি বেতারের জন্য নতুন গাওয়া এই গানটিও আশা করছি ভালোলাগবে দর্শক শ্রোতাদের।’

অনন্যা আচার্য্য বলেন, ‘সাব্বির ভাই আমার ভীষণ প্রিয় এবং ভীষণ শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিলো তার সুরে গান গাইবার। বেতারেও আমরা একসঙ্গে বেশকিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের সুর করা এই গানটি ভীষণ সুন্দর। চেষ্টা করেছি ভালোভাবে গাইবার। আশা করছি প্রচারে এলে শ্রোতাদের ভালোলাগবে।’

সাব্বির জামানের সুরে অনন্যা আচার্য্য ‘পূর্ণিমা ছুঁই ছুঁই তারা নিভে জলে’ গানটি গেয়েছিলেন। গানটি ইউটিউবে প্রকাশিত আছে।

সাব্বির জামান ও অনন্যা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং যারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত