আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী

বিনোদন রিপোর্টার

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী

নতুন ইংরেজি বছরের শুরুর দিনেই ‘টুটুল চৌধুরী’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটক ‘ইংরাজি ইশকুল’। দর্শকপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরীর গল্পে নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন আরিফুর রহমান নিয়াজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী ও জান্নাত পরী’সহ আরো বেশ কয়েকজন।

নাটকটি প্রচারের পর থেকেই নাটকটির গল্প নিয়ে মূলত প্রশংসায় ভাসছেন টুটুল চৌধুরী। এমন একটি গল্প, ভাবনা এবং তাতে অভিনয় সবমিলিয়েই বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন টুটুল চৌধুরী।

বিজ্ঞাপন

নাটকটি প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘ইংরাজি ইশকুল- নাটকটি আমাদের সমাজের এক পরিচিত বাস্তবতাকে তুলে ধরে ইংরেজি শেখার তীব্র চাপ, নামী স্কুলে পড়ানোর জন্য অনেক অনেক টাকার চাপ, আর ছোট ছোট শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের চাপ। অভিভাবকদের স্বপ্ন, প্রতিযোগিতার ভয়, কোচিং ফি, গাইড বই আর পরীক্ষার বোঝা সব মিলিয়ে শিক্ষার আনন্দ কীভাবে ধীরে ধীরে চাপের বোঝায় পরিণত হয়, নাটকটি তা রসাত্মক অথচ গভীরভাবে দেখায়। প্রাণবন্ত অভিনয়, মজার সংলাপ আর বাস্তব জীবনের ছায়া দর্শকদের হাসায়, আবার ভাবতেও বাধ্য করে। হাসির আড়ালে লুকিয়ে থাকা আমাদের শিক্ষা-জীবনের সত্য গল্প দেখতে চাইলে এই নাটকটি অবশ্যই দেখুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে উপভোগ করুন, হাসুন, ভাবুন, আর শিক্ষার চাপ আর আনন্দের ভারসাম্য নিয়ে নতুন করে ভাবুন।’

শুধু ‘ইংরাজি ইশকুল’ই নয় এই নাটকের মতো আরো অনেক সচেতনতা মূলক নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে টুটুল চৌধুরী অভিনয় করে থাকেন। একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এসব নাটক-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। একজন শিল্পী হিসেবেও টুটুল চৌধুরী তার সহশিল্পীদের কাছে ভীষণ প্রিয় এবং আস্থার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন