ফের অভিনয়ে মেহজাবীনের বোন মালাইকা, সাথে পার্থ শেখ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৫৮

সদ্য অভিনয় জগতে নাম লিখিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথম দুই নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। ধীরে ধীরে তিনি কাজের গতি বাড়াচ্ছেন। এবার পর্দায় পার্থ শেখের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও 'ক্ষতিপূরণ' নামের দুটি নাটকে। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বিজ্ঞাপন

‘অনুতপ্ত’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা, এবং এটি প্রযোজনা করেছেন রাজ। জানা গেছে, এরইমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন হয়েছে নাটকটির। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অনুতপ্ত’।

নিজের নতুন কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ-তরুণীর সম্পর্ক—দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।’

নাটকটিতে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শিবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত