শামীম আখতার ও মাহমুদুল হোসেনকে ‘হীরালাল সেন স্মারক সম্মাননা’ প্রদান

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮: ২২

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন এর সম্মানে গতকাল শনিবার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজিত ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের বাৎসরিক এই বক্তৃতার আয়োজনে সবসময় দেশ এবং বিশ্ব চলচ্চিত্রের চিন্তা ও প্রবণতাসমূহের বিশ্লেষণমূলক বিষয়কে প্রাধান্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এ বছরের বক্তৃতার বিষয় ছিল ‘ইভ, লিলিথ এবং চলচ্চিত্র নির্মাণে নারী’। এ বছরের হীরালাল সেন স্মারক বক্তৃতা প্রদান করেছেন চলচ্চিত্রকার, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী শামীম আখতার।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত আয়োজনের শুরুতে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জীবনী পাঠ করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। এরপর স্মারক বক্তৃতা প্রদান করেন চলচ্চিত্রকার শামীম আখতার। স্মারক বক্তৃতার পর আলোচনায় অংশগ্রহণ করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সদস্য কথাসাহিত্যিক কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাবেক সভাপতি, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

অতিথিদের আলোচনা শেষে ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০২৫’ প্রদানের জন্য চলচ্চিত্রকার শামীম আখতারকে এবং ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০২০’ প্রদানের জন্য চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেনকে ‘হীরালাল সেন স্মারক সম্মাননা’ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধূরী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত