
বিনোদন রিপোর্টার

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সুফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন যাবত আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শ্যুটিং করবো। এজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি।’
তিনি আরো বলেন, ‘আমরা শিল্পীরা নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদেরকে নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কি এবং চিত্রায়ণ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
ফাহিম ফয়সাল সংস্কৃতি ও মিডিয়ার বিভিন্ন শাখায় কাজ করছেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে। শুধু গান গাওয়াই নয়, একজন সুরকার ও সংগীতপরিচালক হিসেবেও নিয়মিত কাজ করছেন। ফাহিম ফয়সাল কপিরাইট, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একজন গবেষক-বিশ্লেষক-পরামর্শক।
আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লিমিটেড’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘ইনসাইট কমিউনিকেশন’-এর প্রতিষ্ঠাতা ফাহিম ফয়সাল। এছাড়াও ‘একিপ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান তিনি। সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে।
দর্শক-শ্রোতারা ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল’ এ।
এছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই ৩ ভাষার গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’র অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ সকল প্ল্যাটফর্ম হতেও।

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সুফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন যাবত আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শ্যুটিং করবো। এজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি।’
তিনি আরো বলেন, ‘আমরা শিল্পীরা নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদেরকে নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কি এবং চিত্রায়ণ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
ফাহিম ফয়সাল সংস্কৃতি ও মিডিয়ার বিভিন্ন শাখায় কাজ করছেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে। শুধু গান গাওয়াই নয়, একজন সুরকার ও সংগীতপরিচালক হিসেবেও নিয়মিত কাজ করছেন। ফাহিম ফয়সাল কপিরাইট, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একজন গবেষক-বিশ্লেষক-পরামর্শক।
আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লিমিটেড’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘ইনসাইট কমিউনিকেশন’-এর প্রতিষ্ঠাতা ফাহিম ফয়সাল। এছাড়াও ‘একিপ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান তিনি। সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে।
দর্শক-শ্রোতারা ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল’ এ।
এছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই ৩ ভাষার গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’র অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ সকল প্ল্যাটফর্ম হতেও।

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছেন সালমানের মা নীলা চৌধুরী। গত ২৯ বছর ধরে ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে সম্প্রতি হত্যা মামলা করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ দিন আগে
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ দিন আগে
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
২ দিন আগে