বিনোদন রিপোর্টার
একসময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। ৯০ দশকের দিকে নিজের নিপুণ অভিনয়শৈলী দিয়ে মন জয় করে নেন এই অভিনেত্রী। অভিনয় জগৎ না ছাড়লেও নাটকে কাজ করছেন খুব বেছে বেছে। দীর্ঘ বিরতির পর, বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন।
বছরের প্রথম দুটি দিন নিজের মতো করে কাটিয়ে আগামী ৩ জানুয়ারি থেকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকের মধ্য দিয়ে আবারও অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে।
রিচি বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হলে অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালো লেগেছে আমার কাছে। যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক, তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সঙ্গে দারুণ মিল রয়েছে। যত দিন ধরেই রাফাতকে দেখছি, একটা বিষয়ই আমার কাছে ভালো লেগেছে যে তার মধ্যে ভালো কাজ করার একটা চেষ্টা থাকে সব সময়। আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি, তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে ইনশাআল্লাহ।’
এদিকে রিচি জানান, এরই মধ্যে আরও বেশ কিছু স্ক্রিপ্ট তার হাতে এসে পৌঁছেছে। তিনি সময় নিয়ে স্ক্রিপ্টগুলো পড়বেন। এরপর জানাবেন সেসব স্ক্রিপ্টে কাজ করবেন কী করবেন না। ‘আজ থেকে প্রায় আট বছর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘দূরত্ব’ নামক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম’- বলেন তিনি। এতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছিলেন ইরেশ যাকের, আফরান নিশো ও নূসরাত ইমরোজ তিশা।
গত বছরের শেষপ্রান্তে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন অপূর্ব।
রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভূঁইয়া প্রযোজিত টনি ডায়েসের বিপরীতে ‘বেলা অবেলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিজেকে বাংলাদেশি মিডিয়ার অন্যতম প্রধান অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ৪০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ করেছেন।
একসময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। ৯০ দশকের দিকে নিজের নিপুণ অভিনয়শৈলী দিয়ে মন জয় করে নেন এই অভিনেত্রী। অভিনয় জগৎ না ছাড়লেও নাটকে কাজ করছেন খুব বেছে বেছে। দীর্ঘ বিরতির পর, বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন।
বছরের প্রথম দুটি দিন নিজের মতো করে কাটিয়ে আগামী ৩ জানুয়ারি থেকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকের মধ্য দিয়ে আবারও অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে।
রিচি বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হলে অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালো লেগেছে আমার কাছে। যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক, তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সঙ্গে দারুণ মিল রয়েছে। যত দিন ধরেই রাফাতকে দেখছি, একটা বিষয়ই আমার কাছে ভালো লেগেছে যে তার মধ্যে ভালো কাজ করার একটা চেষ্টা থাকে সব সময়। আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি, তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে ইনশাআল্লাহ।’
এদিকে রিচি জানান, এরই মধ্যে আরও বেশ কিছু স্ক্রিপ্ট তার হাতে এসে পৌঁছেছে। তিনি সময় নিয়ে স্ক্রিপ্টগুলো পড়বেন। এরপর জানাবেন সেসব স্ক্রিপ্টে কাজ করবেন কী করবেন না। ‘আজ থেকে প্রায় আট বছর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘দূরত্ব’ নামক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম’- বলেন তিনি। এতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছিলেন ইরেশ যাকের, আফরান নিশো ও নূসরাত ইমরোজ তিশা।
গত বছরের শেষপ্রান্তে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন অপূর্ব।
রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভূঁইয়া প্রযোজিত টনি ডায়েসের বিপরীতে ‘বেলা অবেলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিজেকে বাংলাদেশি মিডিয়ার অন্যতম প্রধান অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ৪০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ করেছেন।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১৩ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪২ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে