উত্তরায় শুটিং বন্ধের নোটিশে ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৮: ২৬

রাজধানীর আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম বন্ধে উত্তরার বাড়ির মালিকদের চিঠি দিয়েছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ । নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে লেখা আছে, ‘এতদ্বারা শুটিং হাউজ অ্যাসোসিয়েশন মারফত জানা যায় যে, উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত শুটিং হাউজগুলো বন্ধে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ যে উদ্যোগ নিয়েছে তা খুবই উদ্বেগজনক। দীর্ঘ সময় ধরে অত্র এলাকাতে নিয়মিত শুটিং হয়ে আসছে এবং অনেক প্রযোজনার শুটিং চলমান রয়েছে, যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। তাই হঠাৎ করে শুটিং হাউজগুলো বন্ধের সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়।’

বিজ্ঞাপন

‘এমতাবস্থায়, সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে ও চলমান নাটকের শুটিং ধারাবাহিকতা বজায় রাখতে গৃহীত সিদ্ধান্তে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে।’

সংবাদ মাধ্যমে অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেছিলেন, এভাবে হঠাৎ করে একটি চিঠির মাধ্যমে শুটিং বন্ধ করার নির্দেশনা কোনোভাবেই উচিত নয়। একটা হাউসে অনেক ধারাবাহিকের শুটিং চলে, অনেক কন্টিনিউটি আছে। তাই হঠাৎ করে বললেই হয় না, একটা সময় দিয়ে বন্ধের চিঠি দিতে পারত।

ডিরেক্টর হাসান রেজাউল বলেন, ‘পেশাগত জায়গায় অধিকার কেড়ে নেওয়াটাও অন্যায়। একটা শ্যুটিং হাউজে মাসে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। শ্যুটিং এর কারণে সেক্টরের বাসিন্দাদের কোন আপত্তি থাকলে তা নিয়ে সম্মিলিত আলোচনা হতে পারে। সেক্টর সমিতির ঔদ্বত্ব্যপূর্ণ চিঠি আমাদের উদ্বেগের কারণ এবং এটা অন্যায়। একজন শিল্পী হিসেবে এর তীব্র নিন্দা জানাই।’

গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে হাউসের মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে আরো বলা হয়, ‘শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থি। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউসের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত