বিনোদন রিপোর্টার
আলোকচিত্রী ও শিক্ষাবিদ আবির আব্দুল্লাহ। দেশে-বিদেশে তার আলোকচিত্র নিয়ে প্রদর্শনী হয়েছে। এবার শুরু হয়েছে তার একটি একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ট্রাবলিং রেইন’ নামের আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার। আয়োজনটি চলছে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন শিল্পী ঢালী আল মামুন, স্থপতি সাইফুল হক, এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ ও সমালোচক মইনুদ্দিন খালেদ।
‘ট্রাবলিং রেইন’ মূলত মনোমুগ্ধকর ভিজুয়াল বর্ণনা। এতে আবির আব্দুল্লাহ তুলে ধরেছেন ঢাকার বর্ষা ঋতুর দ্বৈত রূপ—যা বাংলা সাহিত্যে সৌন্দর্য ও রোমান্সের প্রতীক হিসেবে উদযাপিত, আবার একই সঙ্গে যে ঋতু জটিলতা ও দুর্ভোগেরও কারণ। দুই দশকের নিবেদিত সাধনার মাধ্যমে তিনি উন্মোচন করেছেন নগরবাসীর প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকা স্থিতিস্থাপকতার গল্প। জলমগ্ন রাস্তা, উল্টে যাওয়া ছাতা কিংবা অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়া শহুরে অবকাঠামো—প্রতিটি ছবিই যেমন একান্ত মুহূর্তের দলিল, তেমনি এটি বিশ্বের অন্যতম জনবহুল মহানগরের মানুষের টিকে থাকার সংগ্রামের বৃহত্তর সাক্ষ্যও বটে।
আবির আব্দুল্লাহ বর্তমানে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফটোগ্রাফি ওয়ার্কশপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আলোকচিত্র যাত্রা শুরু হয় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটে প্রাথমিক পাঠের মাধ্যমে এবং পরে পাঠশালায় ফটো জার্নালিজমে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে। তার দীর্ঘ কর্মজীবনে রয়েছে আন্তর্জাতিক কর্মশালা, প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প এবং শিক্ষা কার্যক্রমে অসামান্য অবদান। তিনি মর্যাদাপূর্ণ মাদার জোন্স ইন্টারন্যাশনাল ফান্ড ফর ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং আলেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্রান্ট লাভ করেছেন। দ্য নিউইয়র্ক টাইমস, এশিয়াউইক ও টাইমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনায় তার ছবি প্রকাশ হয়েছে এবং লন্ডন, আমস্টারডাম, সান ফ্রান্সিসকো, পেরপিনিয়াঁ, কুইবেক ও শারজাহসহ বিশ্বের নানা শহরে তার কাজ প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীটি ২৩ আগস্ট পর্যন্ত চলবে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘ট্রাবলিং রেইন’।
আলোকচিত্রী ও শিক্ষাবিদ আবির আব্দুল্লাহ। দেশে-বিদেশে তার আলোকচিত্র নিয়ে প্রদর্শনী হয়েছে। এবার শুরু হয়েছে তার একটি একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ট্রাবলিং রেইন’ নামের আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার। আয়োজনটি চলছে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন শিল্পী ঢালী আল মামুন, স্থপতি সাইফুল হক, এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ ও সমালোচক মইনুদ্দিন খালেদ।
‘ট্রাবলিং রেইন’ মূলত মনোমুগ্ধকর ভিজুয়াল বর্ণনা। এতে আবির আব্দুল্লাহ তুলে ধরেছেন ঢাকার বর্ষা ঋতুর দ্বৈত রূপ—যা বাংলা সাহিত্যে সৌন্দর্য ও রোমান্সের প্রতীক হিসেবে উদযাপিত, আবার একই সঙ্গে যে ঋতু জটিলতা ও দুর্ভোগেরও কারণ। দুই দশকের নিবেদিত সাধনার মাধ্যমে তিনি উন্মোচন করেছেন নগরবাসীর প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকা স্থিতিস্থাপকতার গল্প। জলমগ্ন রাস্তা, উল্টে যাওয়া ছাতা কিংবা অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়া শহুরে অবকাঠামো—প্রতিটি ছবিই যেমন একান্ত মুহূর্তের দলিল, তেমনি এটি বিশ্বের অন্যতম জনবহুল মহানগরের মানুষের টিকে থাকার সংগ্রামের বৃহত্তর সাক্ষ্যও বটে।
আবির আব্দুল্লাহ বর্তমানে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফটোগ্রাফি ওয়ার্কশপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আলোকচিত্র যাত্রা শুরু হয় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটে প্রাথমিক পাঠের মাধ্যমে এবং পরে পাঠশালায় ফটো জার্নালিজমে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে। তার দীর্ঘ কর্মজীবনে রয়েছে আন্তর্জাতিক কর্মশালা, প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প এবং শিক্ষা কার্যক্রমে অসামান্য অবদান। তিনি মর্যাদাপূর্ণ মাদার জোন্স ইন্টারন্যাশনাল ফান্ড ফর ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং আলেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্রান্ট লাভ করেছেন। দ্য নিউইয়র্ক টাইমস, এশিয়াউইক ও টাইমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনায় তার ছবি প্রকাশ হয়েছে এবং লন্ডন, আমস্টারডাম, সান ফ্রান্সিসকো, পেরপিনিয়াঁ, কুইবেক ও শারজাহসহ বিশ্বের নানা শহরে তার কাজ প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীটি ২৩ আগস্ট পর্যন্ত চলবে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘ট্রাবলিং রেইন’।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৪ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে