আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটনের জীবনাবসান

বিনোদন ডেস্ক
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটনের জীবনাবসান

৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডিয়ানে কেটন। শনিবার, ১০ অক্টোবর, পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ডায়ান কিটন ‘এনি হল’, ‘দ্য গডফাদার’ এবং ‘ফাদার অফ দ্য ব্রাইড’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেছিলেন। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

অভিনেত্রী বেট মিডলার, যিনি কিটনের সঙ্গে ফার্স্ট ওয়াইভস ক্লাব-এ অভিনয় করেছিলেন, ইনস্টাগ্রামে লেখেন— অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।

অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার)-এ লিখেছেন, ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা হাস্যরস, স্টাইল ও অভিনয়ে এক অবিস্মরণীয় কিংবদন্তি। কিটনের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সামার ক্যাম্প’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর তিনি অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’ এবং আরও অনেক কালজয়ী চলচ্চিত্রে দেখা যাত ডায়ানকে।

উডি এলেনের সঙ্গে কিটনের ব্যক্তিগত সম্পর্কও ছিল; তারা ১৯৬৮ থেকে ১৯৭৪ পর্যন্ত প্রেমে আবদ্ধ ছিলেন, পরবর্তীতে আজীবন বন্ধুত্ব বজায় রাখেন।

তিনি আল পাচিনো ও ওয়ারেন বিটির সঙ্গেও সম্পর্ক জড়িয়েছিলেন, তবে কখনও বিয়ে করেননি। জীবনের শেষভাগে তিনি দুই সন্তান— কন্যা ডেক্সটার এবং এক পুত্র ডিউককে দত্তক নেন।

অভিনয়ের পাশাপাশি কিটন পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন