নেটফ্লিক্সে রেকর্ড গড়লো ‘স্কুইড গেম’ সিজন ৩

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০: ৩৬

জনপ্রিয় কোরিয়ান সাসপেন্স-থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় ও শেষ সিজন ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির তিনদিনের মধ্যেই ইতিহাস গড়ল সুপারহিট এ কোরিয়ান সিরিজটি।

নেটফ্লিক্সের সদ্য প্রকাশিত টপ-১০ তালিকা অনুযায়ী, ‘স্কুইড গেম’ সিজন ৩ মুক্তির প্রথম তিন দিনেই ৬০.১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা একে প্ল্যাটফর্মটির ডেবিউ উইকেন্ডে সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত করেছে!

বিজ্ঞাপন

সদ্য মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার সিরিজটির চূড়ান্ত অধ্যায়টি ইতোমধ্যেই নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় নন-ইংরেজি টিভি সিরিজগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে। মাত্র তিন দিনের ডেটা নিয়েও এটি গ্লোবাল পারফর্মিং কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে, যেখানে আগের সিজনগুলো তুলনামূলক বেশি দিনের পরিসংখ্যান থেকে রেকর্ড গড়েছিল।

এর আগে সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ৮০টি দেশে শীর্ষে উঠেছিল। সেই রেকর্ড ভেঙে ‘সিজন ৩’ শীর্ষে উঠেছে মোট ৯৩টি দেশে। এদিকে ‘স্কুইড গেম সিজন ১’ মুক্তির এক সপ্তাহ পর এক নম্বরে গেলেও পুরো এক মাস তারা শীর্ষস্থান ধরে রেখেছিল।

উল্লেখ্য, আইএমডিবি-তে তৃতীয় সিজনের বর্তমান রেটিং ৮.০/১০ এবং রটেন টমেটোজ-এ ৮৩% অ্যাপ্রুভাল রেটিং। বিশেষ করে এশিয়ান ভক্তদের মাঝে এটি বেশ জোয়ার তুলেছে। সিরিজটিকে আর বড় আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে এটির একটি আমেরিকান ভার্সনও নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত