বিনোদন রিপোর্টার
মেজবা বাপ্পী এই প্রজন্মের এই সময়ের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন শুধু গান গাওয়া নিয়েই। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে। এরই মধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে দুটি মৌলিক গান গেয়েছেন মেজবা বাপ্পী।
একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিনী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ।
মেজবা বাপ্পী বলেন, ‘এভাবেই এমন করেই গান গেয়ে যেতে চাই। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যেতে চাই। ভালো ভালো মৌলিক গান করতে চাই। যে কারণে স্টেজ শোতে, চ্যানেলে গান গাইবার পাশাপাশি মৌলিক গানের জন্য সময় করে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার আজকের এই সময় পর্যন্ত আসার জন্য যারা নেপথ্যে থেকে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ সকল গীতিকার সুরকারদের প্রতি।’
এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী। ‘সেরাকন্ঠ’তে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল তারই লেখা ও সুরে ‘রাত ভাঙানোর গান’ শিরোনামের একটি গান। ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিলো।
তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি।
এদিকে আগামীকাল ১৬ আগস্ট ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তার সঙ্গে আরো গাইবেন আরাফাত ও স্বর্ণা।
মেজবা বাপ্পী প্রথম প্লে-ব্যাক করেছেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনিই গেয়েছেন।
মেজবা বাপ্পী এই প্রজন্মের এই সময়ের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন শুধু গান গাওয়া নিয়েই। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে। এরই মধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে দুটি মৌলিক গান গেয়েছেন মেজবা বাপ্পী।
একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিনী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ।
মেজবা বাপ্পী বলেন, ‘এভাবেই এমন করেই গান গেয়ে যেতে চাই। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যেতে চাই। ভালো ভালো মৌলিক গান করতে চাই। যে কারণে স্টেজ শোতে, চ্যানেলে গান গাইবার পাশাপাশি মৌলিক গানের জন্য সময় করে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার আজকের এই সময় পর্যন্ত আসার জন্য যারা নেপথ্যে থেকে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ সকল গীতিকার সুরকারদের প্রতি।’
এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী। ‘সেরাকন্ঠ’তে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল তারই লেখা ও সুরে ‘রাত ভাঙানোর গান’ শিরোনামের একটি গান। ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিলো।
তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি।
এদিকে আগামীকাল ১৬ আগস্ট ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তার সঙ্গে আরো গাইবেন আরাফাত ও স্বর্ণা।
মেজবা বাপ্পী প্রথম প্লে-ব্যাক করেছেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনিই গেয়েছেন।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৭ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে