বিনোদন রিপোর্টার
দুজন হতাশাগ্রস্ত মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শাহনাজ মায়া। নাটকের দৃশ্যধারণ হয়েছিল প্রায় চার বছর আগে, দীর্ঘদিন পর নাটকটি প্রচারে এসেছে। এই নাটক দিয়ে যাত্রা শুরু করেছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেল।
নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। বিজ্ঞপ্তিতে আলোক হাসান বলেন, ‘নাটকের শুটিং শেষ হয়েছিল প্রায় চার বছর আগে। এটি ভিন্ন ঘরানার গল্প। গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের নাটকটি ভালো লাগবে।’
নাটকের গল্পে দেখা যায়, মানসিকভাবে বিষাদগ্রস্ত এক তরুণীর প্রেমে পড়েন সজল। প্রেম থেকে তারা সংসার বাঁধলেও এক ঘটনাকে ঘিরে সেই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
নাটকটি নিয়ে অভিনেতা আবদুন নূর সজল বলেন, ‘যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি, দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।’ ‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী ও শুভ চৌধুরী। ‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।
দুজন হতাশাগ্রস্ত মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শাহনাজ মায়া। নাটকের দৃশ্যধারণ হয়েছিল প্রায় চার বছর আগে, দীর্ঘদিন পর নাটকটি প্রচারে এসেছে। এই নাটক দিয়ে যাত্রা শুরু করেছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেল।
নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। বিজ্ঞপ্তিতে আলোক হাসান বলেন, ‘নাটকের শুটিং শেষ হয়েছিল প্রায় চার বছর আগে। এটি ভিন্ন ঘরানার গল্প। গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের নাটকটি ভালো লাগবে।’
নাটকের গল্পে দেখা যায়, মানসিকভাবে বিষাদগ্রস্ত এক তরুণীর প্রেমে পড়েন সজল। প্রেম থেকে তারা সংসার বাঁধলেও এক ঘটনাকে ঘিরে সেই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
নাটকটি নিয়ে অভিনেতা আবদুন নূর সজল বলেন, ‘যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি, দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।’ ‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী ও শুভ চৌধুরী। ‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩০ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে