বিনোদন রিপোর্টার
বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি সাধারণত ক্ল্যাসিক্যাল এবং আধুনিক ধাঁচের গান করেন। এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সংগীতও গেয়ে থাকেন। ২০০৭ সালে ‘আহা’ চলচ্চিত্রের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটির জন্য তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ফাহমিদা নবী তার দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন। এবার তিনি ‘মেঘলা আকাশ’ শিরোনামে বৃষ্টি নিয়ে নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন।
গানের প্রথম দুটি লাইন এমন- ‘মেঘলা আকাশ ভেঙ্গে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’। গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দুজন স্বামী-স্ত্রী। সুর ও সংগীত করেছেন আব্দুল। ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেনও আব্দুল।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটি এতো বেশি ভালো লেগেছে আমার যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এতো চমৎকার মেলবন্ধন যা আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং ভীষণ উচ্ছ্বসিত। গানটি এতোই চমৎকার যে আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন মেঘলা আকাশ-গানটির যথাযথ ভিডিও হয়। এই গানের কোনোরকম ভিডিওর পক্ষপাতী আমি নই, তাই মূলত সিলেটে যাওয়া। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরো অনেক বেশি ভালোলাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে এতো চমৎকার একটি গানের জন্য।’
এদিকে গত ২৭ আগস্ট বিটিভিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়।
কিছুদিন আগেও ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু হারিয়ে গেলো’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্তী। এদিকে ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে।
বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি সাধারণত ক্ল্যাসিক্যাল এবং আধুনিক ধাঁচের গান করেন। এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সংগীতও গেয়ে থাকেন। ২০০৭ সালে ‘আহা’ চলচ্চিত্রের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটির জন্য তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ফাহমিদা নবী তার দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন। এবার তিনি ‘মেঘলা আকাশ’ শিরোনামে বৃষ্টি নিয়ে নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন।
গানের প্রথম দুটি লাইন এমন- ‘মেঘলা আকাশ ভেঙ্গে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’। গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দুজন স্বামী-স্ত্রী। সুর ও সংগীত করেছেন আব্দুল। ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেনও আব্দুল।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটি এতো বেশি ভালো লেগেছে আমার যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এতো চমৎকার মেলবন্ধন যা আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং ভীষণ উচ্ছ্বসিত। গানটি এতোই চমৎকার যে আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন মেঘলা আকাশ-গানটির যথাযথ ভিডিও হয়। এই গানের কোনোরকম ভিডিওর পক্ষপাতী আমি নই, তাই মূলত সিলেটে যাওয়া। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরো অনেক বেশি ভালোলাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে এতো চমৎকার একটি গানের জন্য।’
এদিকে গত ২৭ আগস্ট বিটিভিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়।
কিছুদিন আগেও ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু হারিয়ে গেলো’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্তী। এদিকে ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে