সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনায় গানে হোমায়রা বশির

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৭

বাংলাদেশের কিংবদন্তি কিংবদন্তি বশির আহমেদ’র সুযোগ্য উত্তরসূরি হোমায়রা বশিরের কণ্ঠে এবার শ্রোতা দর্শকেরা শুনতে পাবেন রোকেয়া সিদ্দীকার গাওয়া জনপ্রিয় গান ‘আরো সহজে’। গানটি লিখেছেন নূরুজ্জামান, সুর কণ্ঠে করেছেন স্বপন সাহা। গীতিকার সুরকার কেউই আর আমাদের মাঝে নেই। তবে শিল্পী রোকেয়া সিদ্দীকা আমাদের মাঝে এখনো আছেন। তাই তাকে শ্রদ্ধা জানাতেই বিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’তে এই গানটি গাইবার সুযোগ হলো হোমায়রা বশিরের। গত রবিবার বিটিভিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অন্যদিকে অর্ধ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার চলতি সংগীত বিষয়ক অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর সঙ্গেই সম্পৃক্ত আছেন জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

বিজ্ঞাপন

এবার তার সামনে বসেই হোমায়রা বশিরকে এই গানটি গাইতে হয়েছে। হোমায়রা বশির বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় রোকেয়া সিদ্দীকা আন্টির গাওয়া আরো সহজে গানটি গাইবার চেষ্টা করেছি। কেমন গেয়েছি তা জানিনা। তবে হাদী চাচা বলেছেন আমি ভালো গেয়েছি। আমিতো মনেকরি এটা সম্মাননা প্রাপ্তির মতো বিষয়। কারণ হাদী চাচা আমাদের দেশের ভীষণ গুণী একজন শিল্পী। তার কাছ থেকে এই ধরনের গুণী পাওয়া ভীষণ সৌভাগ্যের বিষয়। আমার গানের পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

এদিকে কিছুদিন আগে ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছিলেন আঁখি আলমগীর, ছন্দামনি ও হোমায়রা বশির। সেই অনুষ্ঠানে হোমায়রা গেয়েছিলেন ‘গ্রামোফোন’ শিরোনামের একটি গান। গানটি লেখা সিফাত শাহরিয়ারের, সুর সঙ্গীতরাজা বশিরের। এছাড়াও এরইমধ্যে হোমায়রা বিটিভির ‘সুরের ছোঁয়া; অনুষ্ঠানেও একটি মৌলিক গান গেয়েছেন। এই গানটিও শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি।

হোমায়রা বশির আপাতত তার নিজের কিছু মৌলিক গানের কাজ নিয়েও ব্যস্ত আছেন। গানগুলোর কম্পোজিসনের কাজ করছেন তারই ছোট ভাই রাজা বশির। এছাড়াও তার বাবাকে নিয়ে প্রতি বছর যে সম্মাননা অনুষ্ঠানটি করা হয়, চলতি বছরেও ইচ্ছে আছে এই সম্মাননা অনুষ্ঠানটি করার। এই আয়োজনটির নেপথ্যে থেকে হোমায়রা ও রাজা ভীষণ শ্রম দিয়ে থাকেন। কারণ তারা তাদের বাবার নামটি নানান মাধ্যমে, নানানভাবে এবং গানে গানে শ্রোতা দর্শকের মাছে যুগের পর যুগ বাঁচিয়ে রাখতে চান। সন্তান হিসেবে হোমায়রা ও রাজা বেশ নিষ্ঠার সাথেই এই দায়িত্ব যথাযথভাবে আমৃত্যু পালন করে যেতে চান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত