আগামী দু’দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ‘সিতারে জমিন পর’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৭: ৩১

আমির খানের বড় পর্দায় তিন বছর পর প্রত্যাবর্তনটা হতে যাচ্ছে স্মরণীয়। ‘সিতারে জমিন পর’-মুক্তির ছয়দিনে সব মিলিয়ে ছবিটির আয় এখন পর্যন্ত ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

সব আশঙ্কা দূরে ঠেলে বক্স অফিসে ছুটছে আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’-এর জয়রথ। মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে ছবিটি নিজের দাপট অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির।

গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। গতকাল মুক্তির ষষ্ঠ দিনে ৭ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

মুক্তির ছয়দিনে সব মিলিয়ে ছবিটির আয় এখন ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

বিষয়:

আমির খান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত