আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুমনের ‘রইদ’ যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে

বিনোদন রিপোর্টার

সুমনের ‘রইদ’ যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে

‘হাওয়া’র সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ নিয়ে। সদ্য প্রকাশিত ট্রেইলারেই ইঙ্গিত মিলেছে—দীর্ঘ অপেক্ষার পর এ গল্পের রৌদ্র বেশ তীব্র হতে যাচ্ছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির আখ্যান আবর্তিত হয়েছে আদম-হাওয়ার আদিম কাহিনি ঘিরে।

দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘বঙ্গ’র প্রযোজনায় এবং ফেসকার্ড প্রোডাকশনের সহ-প্রযোজনায় নির্মিত ‘রইদ’-এর ট্রেইলার সম্প্রতি এক আয়োজনে বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়। সেখানে নির্মাতা পক্ষ সিনেমাটি নিয়ে তাদের সামগ্রিক পরিকল্পনার কথা তুলে ধরেন। মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ‘রইদ’।

বিজ্ঞাপন

সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এ বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম। এ বিভাগেই একসময় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে কাজ প্রদর্শন করেছিলেন ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো নির্মাতারা।

ট্রেইলার প্রকাশনা আয়োজনে সিনেমাটির ভাবনা প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আখ্যানকেই অনুসন্ধান করেছি। হাজার বছরের সেই কাহিনিকে আমরা পুনর্গঠন করেছি অনুভূতির বর্তমান সময়ে। পুরো সিনেমাজুড়ে চিত্রশিল্পী এসএম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ উপস্থিত।’

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান জানান, সংকটকালেও যেসব নির্মাতা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, মেজবাউর রহমান সুমন তাদের একজন। সে বিবেচনাতেই এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। ‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরো অনেকে।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন