দুই দশক ধরে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাশেদ। চট্টগ্রামের ছেলে রাশেদ মূলত দুটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের পেশাগত যাত্রা শুরু করেন। গানের ভুবনে তাকে আলোচনায় নিয়ে আসে ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-প্রতিযোগিতায় থাকাকালীন সময়ে মৌলিক গান ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি দিয়ে। এই গান গেয়েই রাশেদ রীতিমতো রাতারাতি আলোচনায় চলে আসেন।
সেই থেকে আজ অবধি রাশেদের কণ্ঠে সবচেয়ে জনপ্রিয় গান এটিই। তবে এরপরেও রাশেদ আরো অনেক মৌলিক গান গেয়েছেন। সেসব গান দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি। চলতি বছরের শেষ সময়টাতে এসে স্টেজ শোতে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। সকল সঙ্গীতশিল্পীর মতো রাশেদও সবসময় চান বেশি বেশি স্টেজ শো করতে। অবশেষে চলতি বছরের শেষ সময়টাতে এসে রাশেদ স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। ব্যস্ত সময় পার করছেন টিভি শো’তেও। এরই মধ্যে তিনি এনটিভি, এসএসটিভি, আরটিভি’র গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। আবার বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত বিষয়ক মৌলিক গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন জীবন চৌধুরী, সুর সঙ্গীত করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদ-এর ছেলে সঙ্গীতশিল্পী, সঙ্গীতপরিচালক রাজা বশির।
রাশেদ বলেন, ‘একজন শিল্পী তার নিজেকে খুঁজে পায় স্টেজ শোতে বা টিভি শোতে সরাসরি গানের অনুষ্ঠানে যখন স্টেজ শো, টিভি শো কম থাকে তখন সত্যিই শিল্পীর মাঝে স্বস্তি কাজ করে না। কারণ পেশাগত জায়গার মূল কিন্তু স্টেজ শো। স্টেজ শো বা টিভি শো নিয়মিত থাকলে শিল্পী তার নিজের মাঝে ভালোলাগা খুঁজে পান। বছরের শেষ সময়ে এসে বেশ কয়েকটি টিভি শো, স্টেজ শো করেছি-কিছুটা ভালোলাগছে। চলতি বছরের শেষ মুহূর্তে এবং আগামী বছরের শুরুতে আরো বেশ কয়েকটি টিভি শোতে কাজ করার ব্যাপারে আলাপ চলছে। চূড়ান্ত হলেই শ্রোতা দর্শক জানতে পারবেন।’
গতকাল সকালেও রাশেদ আরটিভির একটি সরাসরি গানের অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামী’ সঙ্গীত পরিবেশন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

