সন্তানদের জন্য সিনেমা ছাড়বেন অনন্ত জলিল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ০০
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ০৭

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। দর্শকরা তাকে চিত্রনায়ক হিসেবে জানলেও তিনি একজন ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসায়ী থেকে সিনেমায় অভিষেক করেন তিনি। নিজের প্রযোজিত সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার।

সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে। দুজন জুটি হয়ে প্রায় দেড় দশকে ১০টির মতো সিনেমা করেছেন। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যায় বর্ষা ও অনন্ত জলিলকে। তারপর দুজন জুটি হয়ে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন দ্য ডে’, ‘কিল হিম’সহ দশটি সিনেমা করেছেন। সিনেমাগুলো বাণিজ্যিকভাবে সফল না হলেও নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিলেন অনন্ত জলিল।

বিজ্ঞাপন

ব্যক্তি জীবনে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন অনন্ত জলিল ও বর্ষা চৌধুরী। কয়েক দিন আগে হঠাৎ করে বর্ষা জানান, সিনেমায় আর অভিনয় করবেন না তিনি। হাতে থাকা দু-একটি সিনেমার কাজ বাকি আছে, সব শেষ করে সিনেমা থেকে সরে যাবেন। তার এই ঘোষণার পর এবার সিনেমা ছেড়ে দেবেন বলে জানালেন চিত্রনায়ক অনন্ত জলিলও। তিনি অবশ্য ছেলেদের ইসলামি শিক্ষায় পড়ালেখার বিষয় টেনেছেন।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে, একজনের বয়স ১০, আরেকজনের বয়স সাড়ে ৭ বছর। দুই ছেলে রাজধানী ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ালেখা করে। সেখানে ইংলিশের সঙ্গে আরবি বিষয়েও পড়ে। দুপুরের পর ছুটি হয় ওদের। বাসা থেকে খাওয়া-দাওয়া করার পর তাদের টিচার আস। পরে পড়ার জন্য মাদরাসায় যায়, সন্ধ্যার পর বাসায় আসে। তারা বর্ষার থেকেও বেশি ব্যস্ত থাকে। ওরা যেহেতু জেনারেল ও ইসলামিক লাইনে পড়ালেখা করে, ওদের আম্মু সিনেমা করে, এটি দেখতে ভালো লাগবে না। কারণ সন্তানরা বড় হয়ে যাচ্ছে। আর আমিও হয়তো চাব না, আমার সন্তানরা ইসলামি লাইনে পড়ালেখা করবে, আমরা সিনেমা করে বেড়াব―এই জিনিস দেখতে ভালো লাগবে না।’

এদিকে বর্ষা ও অনন্ত জলিল অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। জলিল বলেন, ‘আমাদের হাতে দুই-তিনটি কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি বা ৭০ শতাংশ শেষ ও কিছু অংশ বাকি আছে, সেসব শেষ করে হয়তো বিদায় বলে দেব। আসলে করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিচ্ছি। তা না হলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত