বৈষম্যের শিকার 'বৈষম্যবিরোধী আন্দোলন' করা গানের শিল্পী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৯: ০০
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০: ৪৩

গত বছর জুলাই আন্দোলনে ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে তার গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। তিনি নিজেও জুলাই অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে গর্ববোধ করেন।

তবে এবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানালেন তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তিনি ঘোষণা দিয়েছেন, জুলাই আন্দোলন-সম্পর্কিত কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে!

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘জুলাই আন্দোলন-সম্পর্কিত যেকোনো শো-এর ব্যাপারে আমার সঙ্গে কোনো যোগাযোগ করবেন না। জুলাই আন্দোলনে ছাত্রজনতার পাশে সবচেয়ে আগে দাঁড়ান হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেখানে মুখ্য ভূমিকা রাখেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই-সম্পর্কিত যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে র‍্যাপ বা হিপহপ আর্টিস্টদের প্রাধান্য নেই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে, আমরা জোর করে এসেছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে। অথচ আমি মনে করি হিপহপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শোতেই।’

র‍্যাপার সেজানের দাবি, ‘হিপহপ এখন বাংলাদেশের মূলধারার সংস্কৃতির অংশ। অথচ আমাদের যথাযথ সম্মান বা সম্মানী দেওয়া হয় না। অন্য শিল্পীরা যেখানে সম্মান পান, আমরা সেখানে ন্যূনতম মূল্যায়নটুকু পাই না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত