বিনোদন রিপোর্টার
এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ এর আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা ওয়েব সিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ সাওকী। তবে এই ওয়েব সিরিজে সারিকা সাবাহ কোন চরিত্রে অভিনয় করেছেন তা আপাতত বলেননি। যেহেতু ‘গুলমোহর’ প্রচারের ঘোষনা আসেনি, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা।
সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গ’র ‘মুসবিত’সহ আরো কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমি বিগ বাজেটের ওয়েব সিরিজে অভিনয় করেছি। ‘গুলমোহর’ মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েভ সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ সাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’
জানা যায়, শিগগিরই ‘গুলমোহর’ ওয়েব সিরিজটি একটি ওটিটি প্লাটফরমে প্রচারে আসবে। প্রচারে আসার পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেয়া হবে।
এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে সারিকা জানান, আবারো তিনি শিগগিরই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি।
সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খদাশ গুপ্ত নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি হলো সাবরিনা আইরন নির্দেশিত ‘বিকাশ’র বিজ্ঞাপন। ক্যারিয়ারের শুরু থেকেই সারিকা সাবাহ বেশ বেছে বেছে কাজ করেছেন। এখনো ঠিক সেভাবেই কাজ করছেন তিনি। যে কারণে মাসের পুরোটা সময়জুড়ে যে অভিনয়ের জন্য তাকে ব্যস্ত থাকতে হয় এমনটি নয়। এরইমধ্যে সারিকা সাবাহ নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ‘কম্পিউিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন।
এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ এর আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা ওয়েব সিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ সাওকী। তবে এই ওয়েব সিরিজে সারিকা সাবাহ কোন চরিত্রে অভিনয় করেছেন তা আপাতত বলেননি। যেহেতু ‘গুলমোহর’ প্রচারের ঘোষনা আসেনি, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা।
সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গ’র ‘মুসবিত’সহ আরো কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমি বিগ বাজেটের ওয়েব সিরিজে অভিনয় করেছি। ‘গুলমোহর’ মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েভ সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ সাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’
জানা যায়, শিগগিরই ‘গুলমোহর’ ওয়েব সিরিজটি একটি ওটিটি প্লাটফরমে প্রচারে আসবে। প্রচারে আসার পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেয়া হবে।
এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে সারিকা জানান, আবারো তিনি শিগগিরই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি।
সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খদাশ গুপ্ত নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি হলো সাবরিনা আইরন নির্দেশিত ‘বিকাশ’র বিজ্ঞাপন। ক্যারিয়ারের শুরু থেকেই সারিকা সাবাহ বেশ বেছে বেছে কাজ করেছেন। এখনো ঠিক সেভাবেই কাজ করছেন তিনি। যে কারণে মাসের পুরোটা সময়জুড়ে যে অভিনয়ের জন্য তাকে ব্যস্ত থাকতে হয় এমনটি নয়। এরইমধ্যে সারিকা সাবাহ নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ‘কম্পিউিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন।
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
২ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৮ ঘণ্টা আগে