‘উত্থানের সাক্ষী’- গণআন্দোলন নিয়ে জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮: ০৩

আলোকচিত্র সাংবাদিক জীবন আহমেদ-এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘উত্থানের সাক্ষী’ চলছে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।

প্রদর্শনীতে রয়েছে এমন কিছু শক্তিশালী ও গভীর প্রভাব বিস্তারকারী আলোকচিত্র, যা সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের এক অস্থির ও গুরুত্বপূর্ণ সময়কালকে নিবিড়ভাবে তুলে ধরে। জীবন আহমেদের গ্রন্থ ‘উত্থানের সাক্ষী’ থেকে নির্বাচিত এ সব আলোকচিত্র ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-আন্দোলনের ধারাবাহিকতা এবং প্রতিরোধ-আন্দোলনের চিত্র উপস্থাপন করে — একটি সময়, যা রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে চিহ্নিত।

বিজ্ঞাপন

মাশরুক আহমেদ-এর সম্পাদনায় এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও নেত্র নিউজ-এর যৌথ প্রকাশনায় প্রকাশিত ৩৫০ পৃষ্ঠার এই গ্রন্থে স্থান পেয়েছে ১৭০ টিরও অধিক আলোকচিত্র ও লেখকের ব্যক্তিগত জার্নাল এন্ট্রি। ঘটনাস্থলে কর্মরত অবস্থায়, এমনকি আত্মগোপনে থেকেও, জীবন আহমেদ এই ছবিগুলো ধারণ করেছেন। তাঁর তোলা প্রতিটি ছবি সেই সময়ের প্রত্যক্ষ ও আবেগঘন চিত্র তুলে ধরে — একটি জাতির ক্রান্তিকালে জ্বলন্ত সাক্ষ্য।

এই প্রদর্শনী আলোকচিত্র সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে — বিশেষত এমন সময়ে যখন সত্য ও ইতিহাস রক্ষার প্রয়োজনে ঝুঁকি গ্রহণ করা অপরিহার্য হয়ে ওঠে। এটি তাদের সাহসিকতাকে সম্মান জানায়, যারা ক্যামেরাকে অস্ত্র করে বাস্তবতা ধারণ ও প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রদর্শনীটি কিউরেট করেছেন মাশরুক আহমেদ। সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন আম্বিয়া রহমান শাখি ও তানভীর অভি । প্রদর্শনীর পাঠ ভাষ্য রচনা করেছেন পার্থ সেন গুপ্ত।

গত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত