‘উত্থানের সাক্ষী’- গণআন্দোলন নিয়ে জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮: ০৩

আলোকচিত্র সাংবাদিক জীবন আহমেদ-এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘উত্থানের সাক্ষী’ চলছে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।

প্রদর্শনীতে রয়েছে এমন কিছু শক্তিশালী ও গভীর প্রভাব বিস্তারকারী আলোকচিত্র, যা সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের এক অস্থির ও গুরুত্বপূর্ণ সময়কালকে নিবিড়ভাবে তুলে ধরে। জীবন আহমেদের গ্রন্থ ‘উত্থানের সাক্ষী’ থেকে নির্বাচিত এ সব আলোকচিত্র ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-আন্দোলনের ধারাবাহিকতা এবং প্রতিরোধ-আন্দোলনের চিত্র উপস্থাপন করে — একটি সময়, যা রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে চিহ্নিত।

বিজ্ঞাপন

মাশরুক আহমেদ-এর সম্পাদনায় এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও নেত্র নিউজ-এর যৌথ প্রকাশনায় প্রকাশিত ৩৫০ পৃষ্ঠার এই গ্রন্থে স্থান পেয়েছে ১৭০ টিরও অধিক আলোকচিত্র ও লেখকের ব্যক্তিগত জার্নাল এন্ট্রি। ঘটনাস্থলে কর্মরত অবস্থায়, এমনকি আত্মগোপনে থেকেও, জীবন আহমেদ এই ছবিগুলো ধারণ করেছেন। তাঁর তোলা প্রতিটি ছবি সেই সময়ের প্রত্যক্ষ ও আবেগঘন চিত্র তুলে ধরে — একটি জাতির ক্রান্তিকালে জ্বলন্ত সাক্ষ্য।

এই প্রদর্শনী আলোকচিত্র সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে — বিশেষত এমন সময়ে যখন সত্য ও ইতিহাস রক্ষার প্রয়োজনে ঝুঁকি গ্রহণ করা অপরিহার্য হয়ে ওঠে। এটি তাদের সাহসিকতাকে সম্মান জানায়, যারা ক্যামেরাকে অস্ত্র করে বাস্তবতা ধারণ ও প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রদর্শনীটি কিউরেট করেছেন মাশরুক আহমেদ। সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন আম্বিয়া রহমান শাখি ও তানভীর অভি । প্রদর্শনীর পাঠ ভাষ্য রচনা করেছেন পার্থ সেন গুপ্ত।

গত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত