ওমরা পালনে গিয়ে যে বার্তা দিলেন তামিম মৃধা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৭
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪১

সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ধর্ম পালনের দিকে বেশি ঝুঁকছেন বর্তমানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। সেই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে।

সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালন করলেন তামিম মৃধা। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

বিজ্ঞাপন

তামিম লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি- এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’

এর আগের একটি পোস্টে তিনি লেখেন, ‘দোয়া করি, যেন আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন এবং আপনাদের সবাইকেও এখানে আসার তাওফিক দান করেন।‘

চলতি বছরের শুরুরদিকে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পরে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেও এরপর তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামি জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত