জুলাই পুনর্জাগরণ

আগামীকাল চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২০: ১৮
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০: ৪১

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। গত বছর জুলাইয়ের এই সময়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে মাসব্যাপী আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান।

এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল ৫ টায় নির্ধারিত ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’-এর আয়োজন করা হবে। গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে এবার চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান ও ড্রোন শো’র বিশেষ প্রদর্শনী হবে।

বিজ্ঞাপন

বিকাল ৫ টায় ‘কথা ক’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বে অফ বেঙ্গল, ব্যান্ডদল চিম্বুক, জুলাই অভ্যুত্থান সময়ের জনপ্রিয় শিল্পী হান্নান, কণ্ঠশিল্পী পারসা মাহজাবীন ও ব্যান্ডসংগীত পরিবেশন করবেন ব্যান্ড দল শিরোনামহীন।

সবশেষে রাত ৯টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে ১০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত