বিনোদন রিপোর্টার
উত্তরার আকাশে যেদিন ভয়াবহতা নেমে এসেছিল, সেটি শুধুই একটি বিমান দুর্ঘটনা ছিল নাÑতা ছিল অগণন তরুণ প্রাণ, স্বপ্ন ও সম্ভাবনার এক বেদনাদায়ক মুহূর্ত। সেদিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জীবনে শুধু একটি ক্ষণস্থায়ী আতঙ্ক ছিল না; বরং ছিল এক স্থায়ী ক্ষতের সূচনা। এই মর্মান্তিক ঘটনায় যাদের প্রাণ ঝরে গেছে এবং যারা আজও হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধে লড়ছে, তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বাংলাদেশের সংগীত অঙ্গনের এক কিংবদন্তিÑনগরবাউল জেমস। যুক্তরাষ্ট্রে বর্তমানে কনসার্ট সফরে থাকা জেমস তার ব্যান্ড ও আয়োজক ‘রিভারাইন এন্টারটেইনমেন্ট’-এর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এই কনসার্টের আয়ের একটি অংশ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।
সংগীতশিল্পীদের এ ধরনের মানবিক অংশগ্রহণ বিনোদনের গণ্ডি ছাড়িয়ে এক সামাজিক দায়িত্ববোধের প্রতীক হয়ে ওঠে। ফিলাডেলফিয়ার আসন্ন কনসার্টটিকে তাই সংগীতপ্রেমীরা শুধু এক লাইভ শো হিসেবে দেখছেন নাÑএটি এখন যেন এক ঐক্যের আহ্বান, সহমর্মিতার মঞ্চ। জেমস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক আবেগঘন শোকবার্তায় লিখেছেনÑ‘মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল। আমরা এই কঠিন সময়ে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে আছি।’ এই বক্তব্য শুধু তার ব্যক্তিগত অনুভবই প্রকাশ করে না; এটি সংগীত অঙ্গনের অনেক শিল্পীর জন্যও এক অনুপ্রেরণার বার্তা। সাধারণত শিল্পীরা স্টেজে ওঠেন মুগ্ধতা ছড়াতে। কিন্তু যখন সেই স্টেজ হয়ে ওঠে মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার, তখন শিল্পী হয়ে ওঠেন এক মহানুভব যোদ্ধা।
আজ শুক্রবার এই কনসার্টে উপস্থিত দর্শকরা শুধু গান উপভোগ করবেন না, তারা প্রত্যক্ষ করবেন এক সমবেদনামূলক আন্দোলন, যেখানে প্রতিটি সুর, প্রতিটি গানের পেছনে থাকবে একটি চাওয়া : যেন আর কোনো স্বপ্ন ধূলিসাৎ না হয়। জেমস ও তার ব্যান্ড নগরবাউলের বর্তমান সফরের আরেকটি উল্লেখযোগ্য কনসার্ট হবে ভার্জিনিয়ার উডব্রিজে ২ আগস্ট। সেই মঞ্চে তার সঙ্গে থাকবেন প্রীতম ও প্রতীক হাসান। একসঙ্গে তিন তারকাশিল্পীর পরিবেশনায় এক কথায় বলাই যায়, এটি হবে সুর, সংহতি ও সংবেদনশীলতার এক অনন্য মিলনমেলা।
উত্তরার আকাশে যেদিন ভয়াবহতা নেমে এসেছিল, সেটি শুধুই একটি বিমান দুর্ঘটনা ছিল নাÑতা ছিল অগণন তরুণ প্রাণ, স্বপ্ন ও সম্ভাবনার এক বেদনাদায়ক মুহূর্ত। সেদিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জীবনে শুধু একটি ক্ষণস্থায়ী আতঙ্ক ছিল না; বরং ছিল এক স্থায়ী ক্ষতের সূচনা। এই মর্মান্তিক ঘটনায় যাদের প্রাণ ঝরে গেছে এবং যারা আজও হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধে লড়ছে, তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বাংলাদেশের সংগীত অঙ্গনের এক কিংবদন্তিÑনগরবাউল জেমস। যুক্তরাষ্ট্রে বর্তমানে কনসার্ট সফরে থাকা জেমস তার ব্যান্ড ও আয়োজক ‘রিভারাইন এন্টারটেইনমেন্ট’-এর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এই কনসার্টের আয়ের একটি অংশ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।
সংগীতশিল্পীদের এ ধরনের মানবিক অংশগ্রহণ বিনোদনের গণ্ডি ছাড়িয়ে এক সামাজিক দায়িত্ববোধের প্রতীক হয়ে ওঠে। ফিলাডেলফিয়ার আসন্ন কনসার্টটিকে তাই সংগীতপ্রেমীরা শুধু এক লাইভ শো হিসেবে দেখছেন নাÑএটি এখন যেন এক ঐক্যের আহ্বান, সহমর্মিতার মঞ্চ। জেমস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক আবেগঘন শোকবার্তায় লিখেছেনÑ‘মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল। আমরা এই কঠিন সময়ে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে আছি।’ এই বক্তব্য শুধু তার ব্যক্তিগত অনুভবই প্রকাশ করে না; এটি সংগীত অঙ্গনের অনেক শিল্পীর জন্যও এক অনুপ্রেরণার বার্তা। সাধারণত শিল্পীরা স্টেজে ওঠেন মুগ্ধতা ছড়াতে। কিন্তু যখন সেই স্টেজ হয়ে ওঠে মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার, তখন শিল্পী হয়ে ওঠেন এক মহানুভব যোদ্ধা।
আজ শুক্রবার এই কনসার্টে উপস্থিত দর্শকরা শুধু গান উপভোগ করবেন না, তারা প্রত্যক্ষ করবেন এক সমবেদনামূলক আন্দোলন, যেখানে প্রতিটি সুর, প্রতিটি গানের পেছনে থাকবে একটি চাওয়া : যেন আর কোনো স্বপ্ন ধূলিসাৎ না হয়। জেমস ও তার ব্যান্ড নগরবাউলের বর্তমান সফরের আরেকটি উল্লেখযোগ্য কনসার্ট হবে ভার্জিনিয়ার উডব্রিজে ২ আগস্ট। সেই মঞ্চে তার সঙ্গে থাকবেন প্রীতম ও প্রতীক হাসান। একসঙ্গে তিন তারকাশিল্পীর পরিবেশনায় এক কথায় বলাই যায়, এটি হবে সুর, সংহতি ও সংবেদনশীলতার এক অনন্য মিলনমেলা।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে