‘মার্শাল কিং’ দিয়ে বড় পর্দায় ফিরছেন রুবেল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৫: ২০

লম্বা একটা বিরতির পর মিজানুর রহমান শামীম পরিচালিত ‘মার্শাল কিং’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো খ্যাত নায়ক রুবেল।

পরিচালক জানান, এটি একটি ধারাবাহিক সিনেমা, সব কিছু ঠিক থাকলে এর প্রথম গল্প দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন আগামী অক্টোবরেই।

বিজ্ঞাপন

পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে শুটিংয়ে কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে এ খবর জানান। সিনেমাটিতে ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। এতে আরও রয়েছেন চিতা, মার্শাল জনিসহ অনেক পরিচিত মুখ। এটি প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।

গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। কেবল কয়েকটি কসরত তারা শিখেছেন। এর পরপরই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। রুবেল ছিলেন ওই স্কুলের ফাইট মাস্টার। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। তাদের এমন শক্তিশালী বানান যে, পৃথিবীর কোনো শক্তিই তাদের আর হার মানাতে পারে না। এরপর নানা ঘটনাপ্রবাহে এগিয়ে যায় গল্প।

রুবেল বলেন, ‘বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ। ধারাবাহিক অ্যাকশনধর্মী সিনেমাটির আরও বেশকিছু সিকুয়াল সামনে আসবে। প্রতিটিতেই চমক থাকবে। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত