‘বউ নিখোঁজ’-এ নাম ভূমিকায় অহনা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৯: ২৬

গ্রামীণ পটভূমির গল্পে অনবদ্য অভিনয় করে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছেন অহনা রহমান। যে কারণে নির্মাতারা তাকে নিয়ে এই ঘরানার গল্পেই একের পর এক কাজ করছেন। সম্প্রতি অহনা অভিনীত একটি নাটকের ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘বউ নিখোঁজ’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং নির্মাণ করেছেন রুমান রুনি।

নাটকটি নিয়ে অহনা বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কয়েকমাস আগে করেছিলাম। যতদূর মনে পড়ে রুমান রুনির পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এই নাটকের গল্পটা দারুণ ভালোলেগেছে আমার কাছে। কারণ গল্পটাই মূলত আমাকে কেন্দ্র করে। আমি বউয়ের চরিত্রে অভিনয় করেছি। সেই বউই নিখোঁজ হয়ে যাবার গল্প নিয়ে নির্মিত হয়েছে বই নিখোঁজ নাটকটি। নাট্যকার ইউসুফ আলী খোকন চমৎকার একটি গল্প রচনা করেছেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছিলো। যে কারণে নাটকটি অনেক ভালো হয়েছে।’

বিজ্ঞাপন

অহনা জানান শুধু ‘বউ নিখোঁজ’ নাটক নয় সামনে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’ সহ জিয়া উদ্দিন আলমেরও কয়েকটি নাটক প্রচারে আসছে।

অহনা রহমান এই সময়ে এসে আগের চেয়ে অভিনয়ের প্রতি আরো অধিক মনোযোগী হয়ে উঠেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রিপন, মহিন এবং আলম তিনজনের সঙ্গেই আগামীতে আলো ভালো ভালো গল্পের কাজ আছে। সেগুলোর গল্প নিয়েই এখন আলোচনায় চলছে। সত্যি বলতে কী আমি নিজেকে এখন আরো ভাঙ্গতে চাই। অহনা যেন দর্শকের মনে আরো ঠাঁই করে নিতে পারে, একজন অভিনেত্রী হিসেবে আরো ভালোবাসা পেতে পারে সেই চেষ্টাটাই থাকবে আমার।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত