বিনোদন রিপোর্টার
ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী। সংগীতের এই সাধক মূলত কাওয়ালিশিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুঁদ থাকেন, তেমনি তরুণরাও তার গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনে বিভোর হয়ে যান। বাংলাদেশেও রয়েছে তার লাখ লাখ ভক্ত। গত বছরের শেষদিকে ঢাকায় দুটি কনসার্টে গেয়ে বুঁদ করে রেখেছিলেন সব বয়সি শ্রোতাকে। এবার বাংলার ভক্তদের জন্য বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের এই সংগীতগুরু।
গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন রাজা কাশেফ। সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি বলেন, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন যে, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।’
রুবাইয়াত বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সংগীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানালেন, খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ করা হবে। তারপর প্রকাশ করা হবে বিশেষ এই গানটি।’
ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী। সংগীতের এই সাধক মূলত কাওয়ালিশিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুঁদ থাকেন, তেমনি তরুণরাও তার গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনে বিভোর হয়ে যান। বাংলাদেশেও রয়েছে তার লাখ লাখ ভক্ত। গত বছরের শেষদিকে ঢাকায় দুটি কনসার্টে গেয়ে বুঁদ করে রেখেছিলেন সব বয়সি শ্রোতাকে। এবার বাংলার ভক্তদের জন্য বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের এই সংগীতগুরু।
গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন রাজা কাশেফ। সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি বলেন, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন যে, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।’
রুবাইয়াত বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সংগীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানালেন, খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ করা হবে। তারপর প্রকাশ করা হবে বিশেষ এই গানটি।’
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১০ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২৬ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে