বিনোদন রিপোর্টার
শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তানিয়া বৃষ্টি নিজেকে প্রমাণ করেছেন একজন জাত অভিনেত্রী হিসেবে। যার প্রমাণ তিনি বিগত কয়েকবছরে তার অভিনীত বহু নাটকে রেখেছেন।
এরইমধ্যে আরো একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে তাকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শহুরে জীবনের সাধারণ একটি গল্প। কিন্তু এই গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে।
নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করেন। খুব সাধারন জীবন যাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ একসময় সে তার বাবা মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারন জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে উঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
তানিয়া বৃষ্টি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যতোগুলো নাটকে অভিনয় করেছি তারমধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিলো অনেক বেশি। তুহিন ভাই এতো চমৎকার একজন পরিচালক আর এতো যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সাথে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গল্পের জন্য।’
‘জয়িতার দিনরাত্রি’ নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। এরইমধ্যে ইউটিউবে আরো প্রকাশিত হয়েছে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘গরিবের বউ’, বর্ণণাথের ‘চাকরী সূত্রে পাওয়া বউ’, সৈয়দ শাকিলের ‘টোনাটুনির সংসার’, জুবায়ের ইবনে বকরের ‘বউ বেশি বুঝে’সহ আরো বেশকিছু নাটক।
এরমধ্যে তিনটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শুধু বর্ণনাথের নাটকে বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার। তানিয়া বৃষ্টি এরইমধ্যে নিলয় আলমগীরের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।
শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তানিয়া বৃষ্টি নিজেকে প্রমাণ করেছেন একজন জাত অভিনেত্রী হিসেবে। যার প্রমাণ তিনি বিগত কয়েকবছরে তার অভিনীত বহু নাটকে রেখেছেন।
এরইমধ্যে আরো একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে তাকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শহুরে জীবনের সাধারণ একটি গল্প। কিন্তু এই গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে।
নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করেন। খুব সাধারন জীবন যাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ একসময় সে তার বাবা মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারন জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে উঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
তানিয়া বৃষ্টি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যতোগুলো নাটকে অভিনয় করেছি তারমধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিলো অনেক বেশি। তুহিন ভাই এতো চমৎকার একজন পরিচালক আর এতো যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সাথে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গল্পের জন্য।’
‘জয়িতার দিনরাত্রি’ নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। এরইমধ্যে ইউটিউবে আরো প্রকাশিত হয়েছে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘গরিবের বউ’, বর্ণণাথের ‘চাকরী সূত্রে পাওয়া বউ’, সৈয়দ শাকিলের ‘টোনাটুনির সংসার’, জুবায়ের ইবনে বকরের ‘বউ বেশি বুঝে’সহ আরো বেশকিছু নাটক।
এরমধ্যে তিনটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শুধু বর্ণনাথের নাটকে বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার। তানিয়া বৃষ্টি এরইমধ্যে নিলয় আলমগীরের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২১ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে