আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলিয়ঁস ফ্রঁসেজে আদিবাসী শিশুদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজে আদিবাসী শিশুদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে পাওমুম পার্বন ২০২৫— লামা, বান্দরবান থেকে আগত ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে একটি সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এই আয়োজনটি ম্রো ভাষা, শিল্পকলা, সঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজধানীতে প্রথমবারের মতো আদিবাসী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ করে দেয়।

বিজ্ঞাপন

লামায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়নির্ভর বিদ্যালয়, যা গত দশ বছরেরও বেশি সময় ধরে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। উৎসবে অংশ নেওয়া অনেক শিশুর জন্য এটিই পাহাড়ের বাইরে তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা।

উৎসবে শিশুদের তৈরি শিল্পকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুননের প্রদর্শনী, শর্ট ফিল্ম এবং লাইভ পারফরম্যান্স যেমন ম্রো নৃত্য, গান ও ঐতিহ্যবাহী প্লাং বাঁশি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপ অনুষ্ঠিত হবে।

পাওমুম থারক্লার সহ-প্রতিষ্ঠাতা, শাহরিয়ার পারভেজ বলেছেন, ‘আমাদের স্কুলটি শুরু হয়েছিল একটি ছোট বাঁশের ঝুপড়িতে, মাত্র কয়েকজন শিশু নিয়ে। গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা শিক্ষার মাধ্যমে তাদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার কাজ করে যাচ্ছি। ‘পাওমুম পার্বন ২০২৫’ শিশুদের জন্য একটি অনন্য সুযোগ, যাতে তারা পাহাড়ের বাইরে নিজেকে তুলে ধরতে পারে। আমরা সমস্ত অংশীদারের প্রতি কৃতজ্ঞ, যারা এই যাত্রাকে সম্ভব করেছেন।‘

সংগঠকেরা উল্লেখ করেছেন যে এই অনুষ্ঠানটি বড় কোনো কর্পোরেট স্পনসর ছাড়া আয়োজন করা হয়েছে এবং এটি মূলত স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান এবং সেই ব্যক্তিগত শুভানুধ্যায়ীদের মাধ্যমে সমর্থিত, যারা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আদিবাসী অধিকার প্রচারে বিশ্বাস রাখেন।

অনুষ্ঠানে সমর্থন প্রদানকারী অন্যান্য অংশীদারদের মধ্যে রয়েছেন: প্রাচ্যানাট থিয়েটার (থিয়েটার পার্টনার), টুগেদার ফর বাংলাদেশ (ইভেন্ট ম্যানেজমেন্ট ও ভলান্টিয়ার পার্টনার), ঝিড়ঝিড় প্রাইভেট লিমিটেড (কনসার্ট পার্টনার), গ্রাম চা ইনিশিয়েটিভ (ফুড পার্টনার) এবং কার্টুন পিপল (প্রদর্শনী ও ডেকোরেশন পার্টনার)। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এই উৎসবের আয়োজন করছে ভেন্যু ও লজিস্টিকস পার্টনার হিসেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন