প্রকাশ্যে ইথির ‘তুই আছিস’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০: ০১

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব ইন্সপেক্টর পদে কাজ করছেন সাফিয়া আফরোজ ইথি। সুনিপুণভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত করে যাচ্ছেন গানের চর্চা। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করলেন নতুন আরেকটি মৌলিক গান ‘তুই আছিস’।

এ গানটির কথা লিখেছেন, সুর ও মিউজিক কম্পোজিশন করেছেন মো রাজিব হোসেন। গাজিপুরের পুবাইলে বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়। মোহন খানের ভিডিও পরিচালনায় এতে ইথির সঙ্গে অভিনয় করেছেন তার জীবনসঙ্গী সাকলাইন ইবনে রশিদ। ইথির স্বামী সাকলাইনও কর্মরত আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব ইন্সপেক্টর পদে।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে ইথি বলেন, ‘আমি গানের মানুষ। ভালোবেসে গান গাই। এই গানের কথা ও সুর শুনে খুব ভাল লেগেছে বিধায় গানটি করতে রাজি হয়ে যাই। গানটিতে আমার সাথে অভিনয়ে ছিল আমার হাজবেন্ড সাকলাইন। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দেয়া হয়েছে। আশা করছি গানটি শুনে সবার ভাল লাগবে।’

স্বামীর সাথে গানে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি তার সাথে আমার দ্বিতীয় কাজ। এর আগেও আরেকটি গানের মডেল হিসেবে আমরা একসাথে কাজ করেছি। তার সাথে কাজ করতে আমি স্বাছন্দ্যবোধ করি। আগামীতেও যদি কোন গানের মডেল হই তবে তাকে নিয়েই কাজ করার ইচ্ছা রয়েছে।’

পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছেন ইথি। চাকরির পাশাপাশি শখে গান করা। এরমধ্যে ধ্রুব মিউজিক স্টেশন ও সংগীতা মিউজিক ব্যানার থেকে ইথির লেখা ও সুর করা দুইটা মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এছাড়াও তার গাওয়া বেশ কিছু একক এবং ডুয়েট মৌলিক গান রয়েছে।

ইথি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত সংগীতশিল্পী। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে পুরস্কার এবং জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক ও লোকগীতিতে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল গ্রহণ করেছেন।

বিষয়:

গানএসবি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত