মেহমেদ সুলতানের তৃতীয় সিজনের টিজার

ইতিহাসের আয়নায় নতুন রাজনৈতিক বার্তা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৬

তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ ‘মেহমেদ ফেতিহলার সুলতানি’-এর তৃতীয় সিজনের টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই শুধু তুরস্ক নয়, মুসলিম বিশ্বের মতো বাংলাদেশেও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। এর আগে সিরিজটির প্রথম দুই সিজন বাংলাদেশের স্বেচ্ছাসেবী সাবটাইটেল টিমগুলো বাংলায় অনুবাদ করে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন সিজনের টিজার বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আবার প্রস্তুতি নিতে শুরু করেছে। টিজারে দেখা যায়, একটি শিশু তার বাবার হাত ধরে পথে হাঁটছে এবং পথে এক দেয়ালে তার চোখে পড়ে একটি লেখা-‘জুলুম ১৪৫৩ সালে শুরু হয়েছিল’। লেখাটি দেখে শিশুটি ক্রোধান্বিত হয়, কিন্তু ভ্রুক্ষেপ না করে বাবার হাত টেনে সামনে এগিয়ে নিয়ে যায়। এরপর তাকে দেখা যায় সুলতান মুহাম্মাদ ফাতিহের সমাধির দিকে যেতে। এই মুহূর্তে ট্রেলারে এক শক্তিশালী গলা ভেসে ওঠে-‘একটি যুগের ভাগ্যে অমোঘ সিলমোহর লেগে যাবে, সন্তানরা বাবাদের থেকে এগিয়ে যাবে, আগামীকাল আজকের দিনকে তার পেছনে টেনে নিয়ে যাবে।’ টিজারের অন্য এক অংশে শোনা যায়, ‘যেসব প্রাণে এখনো রয়েছে ঔপনিবেশিক সংস্কৃতি আর ইতিহাসকে অস্বীকারের প্রবৃত্তি, তাদের বুক চিরেই পুনরুত্থানের সূচনা হবে! হ্যাঁ, এই জাতি মরবে না; এর বুক থেকে জাগ্রত হওয়া ফাতিহরা আবার পুনরুজ্জীবিত হবে।’

বিজ্ঞাপন

অনেক দর্শক নোমান মুহাম্মাদ আবদুল্লাহ আমার দেশকে জানান, তৃতীয় সিজনের জন্য তাদের প্রত্যাশা আরো বেশি, বিশেষ করে সুলতান মেহমেদকে নিয়ে নির্মিত অন্যান্য মুভি ও সিরিজে যেখানে শুধু কনস্টান্টিনোপল বিজয়কে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয়, সেখানে এই সিরিজের তৃতীয় সিজনে কনস্টান্টিনোপল বিজয়-পরবর্তী ইতিহাস তুলে ধরা হবে। সিরিজটির নিয়মিত দর্শক এরপর থেকে দর্শকদের মধ্যে আলোচনায় উঠে এসেছে, দেয়ালের ওই বাক্য ‘জুলুম ১৪৫৩ সালে শুরু হয়েছিল’ আসলে দীর্ঘদিন ধরে তুরস্কের কেমালবাদী ও সেক্যুলার কিছু গোষ্ঠীর স্লোগান, যারা কনস্টান্টিনোপল বিজয়কে মানবতার বিরুদ্ধে এক নিপীড়ন হিসেবে তুলে ধরে।

নোমান বলেন, “তাদের বক্তব্যে এটি ছিল খ্রিষ্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং মুসলিম উত্থানের ‘অন্ধকার অধ্যায়’। কিন্তু টিজারে দৃশ্য ও ন্যারেশনের মাধ্যমে এই অপপ্রচারের জবাব দেওয়া হয়েছে প্রতীকী ভাষায়। যেন বলা হচ্ছে-‘তুমি ইতিহাসকে বিকৃত করলেও এই জাতির প্রাণশক্তি মরবে না, নতুন ফাতিহরা বারবার জন্ম নেবে।’ দর্শকদের ভাষায়, এটি শুধু একটি টিজার নয়; বরং অতীতের সাফল্য ও বর্তমানের আদর্শিক সংগ্রামের মধ্যে সেতুবন্ধ তৈরি করার প্রচেষ্টা।”

এ নিয়ে আলোচনায় আরো বলা হচ্ছে, সিরিজের নির্মাতা এয়ূপ গোখান ওজেকিন নিজেও রাজনৈতিকভাবে বর্তমানে একে পার্টির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কাজ করছেন সংস্কৃতিবিষয়ক সহকারী সচিব হিসেবেও। তাই অনেক দর্শক মনে করছেন, এই টিজারের মধ্যে বর্তমান তুরস্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলনও আছে। কেমালবাদী সেক্যুলার ধারার বিপরীতে এরদোয়ানের ‘তুলনামূলক ধর্মপ্রাণ তুরস্ক’ নির্মাণের যে প্রচেষ্টা, এই টিজার তাতে যেন সাংস্কৃতিক ও আদর্শিক সমর্থন যোগ করছে।

নোমান মুহাম্মাদ আবদুল্লাহ আরো জানান, কিছু অনানুষ্ঠানিক সূত্রে বলা হচ্ছে, টিজারে সম্ভবত নজিপ ফাজিল কিসাকুরেকের বিখ্যাত কবিতা ‘বিউক দোগু মারসি’ এবং নাজমুদ্দিন এরবাকানের কণ্ঠের প্রতিফলনও ব্যবহার করা হয়েছে। যদিও এগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবু ভক্তরা এগুলোকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আলোচনা করছেন। সব মিলিয়ে, সিরিজের টিজারটি শুধু একটি সিজন শুরুর ঘোষণা নয়; বরং ইতিহাস, রাজনীতি ও আদর্শের এক সমন্বিত বার্তা হয়ে উঠেছে। বাংলাদেশের ভক্তদের মতে, এটি যেমন একদিকে ভিজ্যুয়াল মহিমা ও আবেগের জোয়ার, অন্যদিকে বিকৃত ইতিহাসের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ। আর এ কারণেই সিরিজটির নতুন সিজনের জন্য উৎসাহ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত