বিনোদন রিপোর্টার
মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।
মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আদনান আল রাজীব লেখেন, 'কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ‘আলী’কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।'
আলীর অন্যতম প্রযোজক তানভীর হোসেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৮ আগস্ট মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টুতে দেখানো হবে শর্টফিল্মটি। এরপর ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কিনো ওয়ানে এর আরেকটি প্রদর্শনী হবে।
১৫ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায়। কিন্তু সে নারী কণ্ঠে গাইতে পারে।
আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।
কানের অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে ‘আলী’র মাধ্যমে জায়গা করে নেয় বাংলাদেশ। ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছে।
মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।
মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আদনান আল রাজীব লেখেন, 'কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ‘আলী’কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।'
আলীর অন্যতম প্রযোজক তানভীর হোসেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৮ আগস্ট মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টুতে দেখানো হবে শর্টফিল্মটি। এরপর ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কিনো ওয়ানে এর আরেকটি প্রদর্শনী হবে।
১৫ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায়। কিন্তু সে নারী কণ্ঠে গাইতে পারে।
আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।
কানের অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে ‘আলী’র মাধ্যমে জায়গা করে নেয় বাংলাদেশ। ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছে।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১৩ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে