আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’

বিনোদন রিপোর্টার

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র 'জ্ঞানী গণি' ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা 'জ্ঞানী গণি-০৩'। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ড্রামাটি আগামীকাল ২৯শে জানুয়ারি থেকে স্ট্রিমিং হবেশুধুমাত্র বঙ্গ-তে।

এবারের গল্প আবর্তিত হয়েছে শালীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি, আর ‘জ্ঞানী গণি’র স্বভাবসুলভ বুদ্ধি দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টাকে ঘিরে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টো নতুন সব রহস্যের জট পাকতে থাকে। শেষ পর্যন্ত গণি কি পারবে নির্বিঘ্নে শালীর বিয়ে দিতে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়াবে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৩’-এর পর্দায়।

বিজ্ঞাপন

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা বিয়ের উৎসবের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।‘

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া ও অন্যান্যরা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন