আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

প্রতিনিধি, জাবি

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এসময় তিনি বলেন ওসমান হাদির এ প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে যে ক্ষতি হলো, তা অপূরণীয়। শুক্রবার এক শোক বার্তায় উপাচার্য এ কথা বলেন।

শোক বার্তায় উপাচার্য আরো বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তির বিরোধী ওসমান হাদির রাজনৈতিক দর্শন দেশবাসীকে আন্দোলিত করেছিল। ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই। বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ, বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা। স্বদেশবাসী ও বিশ্বমানবের উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তব করে তুলতে তারা জীবন উৎসর্গ করেন। স্বপ্নদ্রষ্টা ওসমান হাদির এটা শুধু প্রস্থান মাত্র। তার কর্ম, স্বদেশ চিন্তা এবং মূল্যবোধ অম্লান হয়ে থাকবে। উপাচার্য তার শোক বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপাচার্য ওসমান হাদির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। উপাচার্য জানান, ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর আততায়ীর গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যু বরন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন