আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবি উপাচার্য

স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না

প্রতিনিধি, জবি

স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না

প্রকৃত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, স্বৈরাচারী শক্তি কিংবা তাদের সহযোগীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির আয়োজনে জবি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি তরুণ সমাজ ও ছাত্র-জনতার ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি শহিদ হাদির পরিবারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইনগত সুরক্ষা, ভরণপোষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় জবি মসজিদ কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শহিদ ওসমান হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ জুলাই যোদ্ধা।

তার শাহাদাতের মাধ্যমে সংগ্রাম শেষ হয়নি; বরং তার আদর্শ বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপর ন্যস্ত হয়েছে। তিনি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বৃদ্ধি এবং শহিদ হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

দু’আ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিসহ অনেকে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন