
প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে ছোট ছোট লাইব্রেরি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’- যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারবেন, আবার চাইলে নিজেদের বইও ডোনেট করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিএম কাওসার।
শুক্রবার বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রথম লিটল ফ্রি লাইব্রেরির উদ্বোধনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম দিনেই ব্যবসায় শিক্ষা অনুষদ, টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ ও সমাজকল্যাণ ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আড্ডাস্থলে স্থাপন করা হয় বেশ কয়েকটি ছোট লাইব্রেরি। কাঠ ও টিনের তৈরি এই লাইব্রেরিগুলোয় রাখা হয়েছে রাজনীতি, সাহিত্য, অর্থনীতি ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৫০টি বই।

সাকিব বিশ্বাস আমার দেশকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’ আমার ছোট্ট প্রয়াস। বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়াতে এবং পাঠচর্চাকে সহজলভ্য করতে এই উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরাই এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
বিএম কাওসার আমার দেশকে বলেন, সারা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে এমন ছোট ছোট লাইব্রেরির নজির রয়েছে। বাংলাদেশে এটি তুলনামূলক নতুন হলেও আমরা চাই, এখান থেকেই শুরু হোক এমন সংস্কৃতির বিস্তার। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আরো সচেতন হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দেয়ালের কোণে কোণে এই ক্ষুদ্র তবে নজরকাড়া উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে ছোট ছোট লাইব্রেরি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’- যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারবেন, আবার চাইলে নিজেদের বইও ডোনেট করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিএম কাওসার।
শুক্রবার বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রথম লিটল ফ্রি লাইব্রেরির উদ্বোধনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম দিনেই ব্যবসায় শিক্ষা অনুষদ, টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ ও সমাজকল্যাণ ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আড্ডাস্থলে স্থাপন করা হয় বেশ কয়েকটি ছোট লাইব্রেরি। কাঠ ও টিনের তৈরি এই লাইব্রেরিগুলোয় রাখা হয়েছে রাজনীতি, সাহিত্য, অর্থনীতি ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৫০টি বই।

সাকিব বিশ্বাস আমার দেশকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’ আমার ছোট্ট প্রয়াস। বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়াতে এবং পাঠচর্চাকে সহজলভ্য করতে এই উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরাই এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
বিএম কাওসার আমার দেশকে বলেন, সারা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে এমন ছোট ছোট লাইব্রেরির নজির রয়েছে। বাংলাদেশে এটি তুলনামূলক নতুন হলেও আমরা চাই, এখান থেকেই শুরু হোক এমন সংস্কৃতির বিস্তার। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আরো সচেতন হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দেয়ালের কোণে কোণে এই ক্ষুদ্র তবে নজরকাড়া উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ইমুকে ঘিরে এখন হলে তৈরি হয়েছে এক ধরনের ‘ডিবেটিং সিন্ডিকেট’—যারা নামেমাত্র বিতর্ক ক্লাব চালালেও মূলত সেই সংগঠনকেই ব্যবহার করছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। এই চক্রের মাধ্যমে ইমু নিজের প্রভাব ধরে রেখেছেন, আর সিন্ডিকেটের অন্য সদস্যরা তাঁর হয়ে কাজ করছেন। তাঁদের মধ্যে হল ডিবেটিং ক্লাবের
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চগড়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তৈরির পর এখন এআই সুপারকম্পিউটার তৈরির জন্য ‘কোরওয়েভ’-এর সঙ্গে কাজ করছে আইবিএম। এ পর্যায়ে মানবসম্পদ বিভাগের দুইশ কর্মীর কাজ এআই এজেন্টদের হাতে তুলে দিচ্ছে তারা।
১৪ ঘণ্টা আগে
মশাবাহিত ডেঙ্গুতে ফের মৃত্যুহীন একটি দিন। রোগটিতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৩৪ জন।
১৪ ঘণ্টা আগে