৭৫ শতাংশ পরিবারে স্মার্ট ফোন, ইন্টারনেটের ব্যবহার ৫৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৯: ৫৯
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৯: ৫৯

দেশের প্রযুক্তির ব্যবহার প্রতি মাসেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের হার তুলনামূলক বেড়েছে। এ সময়ে দেশের ৯৯ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করলেও স্মার্টফোন ব্যবহার করেন ৭৪ দশমিক ৯ শতাংশ। পরিবারগুলোর মধ্যে স্মার্ট ফোনেই ইন্টারনেট প্রবণতা বেশি দেখা গেছে এ সময়ে।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও ব্যবহারকারী জরিপের ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

গত অর্থবছরের শেষ প্রান্তিকের প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, দেশের ৯৯ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করলেও স্মার্টফোন ব্যবহার করে মাত্র ৭৪ দশমিক ৯ শতাংশ পরিবার। এর আগের প্রান্তিকে স্মার্টফোন ব্যবহারকারী ছিল ৭৪ দশমিক ১ শতাংশ। তাছাড়া শূন্য দশমিক ৯ শতাংশ পরিবারে এখনও ল্যান্ডফোনের ব্যবহার রয়েছে।

দেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সে তুলনায় কম্পিউটার ব্যবহারকারী নেই। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে ইন্টারনেট ব্যবহারকারীও বেড়েছে। দেশের ৫৯ দশমিক ২ শতাংশ পরিবার এখন ইন্টারনেট ব্যবহার করে। আগের প্রান্তিকেও অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করেছে।

সর্বশেষ প্রান্তিকের হিসাব অনুযায়ী, দেশের প্রযুক্তির ব্যবহার মোবাইল ফোনেই সবচেয়ে বেশি। মাত্র ৯ দশমিক ৪ শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে। এটি আগের প্রান্তিকেও ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী ছিল।

‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ’-এ ৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষ এবং শহর-পল্লি অঞ্চল অনুযায়ী জাতীয় পর্যায়ে আইসিটির সূচকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে প্রাক্কলন করা হয়। সারা দেশে ২ হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকায় দৈবচয়নের ভিত্তিতে ২৪টি করে সর্বমোট ৬১ হাজার ৬৩২টি খানায় (বছরে ২ লাখ ৪৬ হাজার ৫২৮টি খানায়) ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় ২১৪ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীগণের মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়।

এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য হতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকগুলোর অগ্রগতি জানার পাশাপাশি জেলা ভিত্তিক ব্যক্তি এবং খানাগুলো দ্বারা আইসিটি ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে সর্বশেষ এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইসিটি সেক্টরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে বলে মনে করে বিবিএস।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপের গুরুত্বপূর্ণ সূচকের (অবস্থানভেদে পরিবারে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট ফোন, ইন্টারনেটের এক্সেস এবং জেন্ডারভেদে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার, মোবাইল ফোনের মালিকানা) প্রস্তুত করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত