আমার দেশ

ফ্যাসিস্ট

ফাতিমা তামান্না
ফ্যাসিস্ট

কথারা সব বুলেট হয়ে ছুটতে থাকলো

হাতটা প্রসারিত করো

বিজ্ঞাপন

বুকের ভেতর স্পর্শ করো

টের পাচ্ছো?

রক্ত বন্যা বয়ে গেছে-

হিংসা লুকাতে লুকাতে বেরিয়ে পড়ে নেকড়েটা।

হাতটা সরাও-

প্রতিহিংসা,গ্লানি,ঘৃণা ভুলে যাও;

ক্ষমার মালিক, তুমি ক্ষমা করে দাও;

ক্ষমা করো।

নিয়তির কি খেলা, তোমাকে হারিয়ে

ভালোবাসারা পুড়ে যায়;

বধির হ'য়ে গেছে

আর্তনাদ;

এ-ই ছিলে তুমি!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন