ফ্যাসিস্ট
ফাতিমা তামান্না
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮: ২১

কথারা সব বুলেট হয়ে ছুটতে থাকলো
হাতটা প্রসারিত করো
বুকের ভেতর স্পর্শ করো
টের পাচ্ছো?
রক্ত বন্যা বয়ে গেছে-
হিংসা লুকাতে লুকাতে বেরিয়ে পড়ে নেকড়েটা।
হাতটা সরাও-
প্রতিহিংসা,গ্লানি,ঘৃণা ভুলে যাও;
ক্ষমার মালিক, তুমি ক্ষমা করে দাও;
ক্ষমা করো।
নিয়তির কি খেলা, তোমাকে হারিয়ে
ভালোবাসারা পুড়ে যায়;
বধির হ'য়ে গেছে
আর্তনাদ;
এ-ই ছিলে তুমি!
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com