আমার দেশ

চাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় বাড়ছে ভোটার উপস্থিতি

সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম
চাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় বাড়ছে ভোটার উপস্থিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতিও বাড়ছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী শহরে অবস্থান করে। শাটল ট্রেন ও বিভিন্ন ব্যাক্তিগত পরিবহনে তারা ক্যাম্পাসে আসে।

সরেজমিনে সকাল ১০টায় বিজ্ঞান অনুষদে দেখা গেছে, এ কেন্দ্রে তিনটি হলের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। হলগুলো হলো- শাহ আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টার দা সূর্য সেন হল। এরমধ্যে শাহ আমানত হলে ভোটার সংখ্যা ২ হাজার ২৪৭ জন, আবদুর রব হলে ১ হজার ৭৭৫ জন ও সূর্য সেন হলে ৫১৬ জন ভোটার রয়েছে।

ভেতরে ভোটগ্রহণ চললেও বাইরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। বিজ্ঞান অনুষদসহ প্রতিটি ভোটকেন্দ্রের সামনে রয়েছে পুলিশের পর্যাপ্ত সদস্য। তবে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা দেখছেন না উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দেখেনি। চাকসু নির্বাচনে ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উৎফুল্ল। নির্বাচনে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আশা করছি, উৎসবের মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ হবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, চাকসু নির্বাচনকে ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। নির্বাচনকে ঘিরে পোশাকধারী ১২শ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ নিরাপত্তায় কাজ করছে।

অপরদিকে সূর্য সেন হল থেকে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ আনাস বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী হাবিবুর রহমান জানান, বাইরে থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দেখা যাচ্ছে। কিন্তু ভেতরে কি হচ্ছে তা বলা যাচ্ছে না। নির্বাচনি আচরণ বিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকার নেই। তাই কেন্দ্রের পরিস্থিতি বোঝা যাচ্ছে না। তবে পোলিং এজেন্ট, ভোটার ও ডিজিটাল স্ক্রিন পর্যালোচনা করে এখন পর্যন্ত বড় কোন অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন