জিনাত জান কবীর
ঈদুল আজহা ত্যাগের মহিমা নিয়ে আসে, আসে শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে। মুসলিম ধর্মাবলম্বীরা ঈদুল আজহার প্রস্তুতি ঈদুল ফিতরের চেয়ে বেশ খানিকটা ভিন্নভাবে নেন। এই উৎসবে সারা দিনই পুরুষরা সাধারণত ব্যস্ত থাকেন কোরবানির মাংস কাটা, ভাগ করা এবং আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মধ্যে বিলি-বণ্টন নিয়ে। আর নারীরা দায়িত্ব পালন করেন মাংস সংরক্ষণ, রান্না ও অতিথিদের আপ্যায়নে। শত ব্যস্ততার মধ্যেও অতিথি আগমন উপলক্ষে নারীরা নতুন পোশাক পরে সাজগোজে নিজেকে তুলে ধরেন।
এবারের ঈদ বর্ষাকালে। এই ঋতুতে গাছ-লতা-পাতায় যেমন সজীবতা ফিরে পায়, ঠিক তেমনি সাজের বেলায়ও স্নিগ্ধতা বজায় রাখতে সচেষ্ট থাকেন রুচিশীল নারীরা। খেয়াল রেখে চলেন সাজগোজের বেলায়, যেন দৃষ্টিকটু না লাগে।
ব্লু রোজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী লাকি ইসলাম বললেন, এবারের ঈদুল আজহার সময় বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে খুব। কখনো দেখা যাবে রোদ, কিছুক্ষণ পরই বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে সাজের ক্ষেত্রে ন্যাচারাল লুকটা ভালো হয়।
তিনি আরো বলেন, এখন অনলাইনের যুগ। নারীরা আগের তুলনায় প্রচুর ড্রেস কেনেন। অধিকাংশ তরুণী দেখা যাবে টিকটক ও ছবি তোলার জন্য ঈদের দিন বারবার ড্রেস চেঞ্জ করে থাকেন। তারা একেক আউটফিটের সঙ্গে একেক ধরনের সাজ ও মানানসই হেয়ার স্টাইল করবেন- এটাই স্বাভাবিক।
ডলি লাউঞ্জের স্বত্বাধিকারী লিয়া ইসলাম বলেন, ঈদুল আজহার সাজ খুব হালকা হতে পারে। গরমের কারণে মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেবেন। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করতে পারেন। এতে বৃষ্টিতে কিংবা ঘামে ভিজলেও মেকআপ নষ্ট হবে না। তিনি বলেন, শুরুতে ত্বকে আলতোভাবে ময়েশ্চারাইজার, এরপর মেকআপ লং লাস্টিং রাখার জন্য প্রাইমার ব্যবহার করলে ভালো হয়। তারপর স্কিনশেড অনুযায়ী একশেড ব্রাইট ফাউন্ডেশন লাগিয়ে কনসিলার লাগাতে হবে। এরপর ফেস পাউডার বা লুস পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। আই ভ্রু এঁকে নিয়ে আউটফিটের কালার অনুযায়ী আই মেকআপ করে নিতে হবে। তারপর মাশকারা, আইলাইনার, কাজল, ব্লাশন, হাইলাইটার, লিপস্টিক লাগাতে হবে। সবশেষে মেকআপ ধরে রাখার জন্য সেটিংস স্প্রে ব্যবহার করতে হবে। এতে মেকআপ লং লাস্টিং হবে।
বিউটিবক্স ওমেন্স পার্লারের বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সাজসজ্জার মধ্যে মেহেদি অন্যরকম ভূমিকা রাখে। উৎসবে নারীরা হাত রাঙাতে পছন্দ করেন। মেহেদি লাগানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন অর্গানিক কি না, কারণ বাজারে এখন অনেক ধরনের মেহেদি এসেছে। কেমিক্যাল মেহেদি আমাদের হাতের ক্ষতি করতে পারে। অর্গানিক মেহেদি ব্যবহার করার আগে অবশ্যই ক্ষারজাতীয় সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। এতে মেহেদির রঙ ও ডিজাইন টকটকে লাল হয়ে সুন্দরভাবে ফুটে উঠবে।’
সাজসজ্জায় চুলের সাজ খুবই গুরুত্বপূর্ণ। চুল ছোট হলে আয়রন, ব্লো ড্রাই করে ছেড়ে রাখতে পারেন। আর বড় হলে মেসি বান, ফিশটেল, ফ্রেঞ্চ বেণি কিংবা পনিটেইলও করতে পারেন। এতে গরম কম লাগবে। পোশাকের সঙ্গে মিল রেখে হালকা জুয়েলারি পরুন।
ঈদ মানে ত্যাগ, আনন্দ। পরিবার, আত্মীয়স্বজন-প্রতিবেশী সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করার মধ্যেই আনন্দ নিহিত রয়েছে। ঈদের আনন্দ ঘরে ঘরে উৎসব হয়ে উঠুক- এই প্রত্যাশা সবার।
ঈদুল আজহা ত্যাগের মহিমা নিয়ে আসে, আসে শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে। মুসলিম ধর্মাবলম্বীরা ঈদুল আজহার প্রস্তুতি ঈদুল ফিতরের চেয়ে বেশ খানিকটা ভিন্নভাবে নেন। এই উৎসবে সারা দিনই পুরুষরা সাধারণত ব্যস্ত থাকেন কোরবানির মাংস কাটা, ভাগ করা এবং আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মধ্যে বিলি-বণ্টন নিয়ে। আর নারীরা দায়িত্ব পালন করেন মাংস সংরক্ষণ, রান্না ও অতিথিদের আপ্যায়নে। শত ব্যস্ততার মধ্যেও অতিথি আগমন উপলক্ষে নারীরা নতুন পোশাক পরে সাজগোজে নিজেকে তুলে ধরেন।
এবারের ঈদ বর্ষাকালে। এই ঋতুতে গাছ-লতা-পাতায় যেমন সজীবতা ফিরে পায়, ঠিক তেমনি সাজের বেলায়ও স্নিগ্ধতা বজায় রাখতে সচেষ্ট থাকেন রুচিশীল নারীরা। খেয়াল রেখে চলেন সাজগোজের বেলায়, যেন দৃষ্টিকটু না লাগে।
ব্লু রোজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী লাকি ইসলাম বললেন, এবারের ঈদুল আজহার সময় বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে খুব। কখনো দেখা যাবে রোদ, কিছুক্ষণ পরই বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে সাজের ক্ষেত্রে ন্যাচারাল লুকটা ভালো হয়।
তিনি আরো বলেন, এখন অনলাইনের যুগ। নারীরা আগের তুলনায় প্রচুর ড্রেস কেনেন। অধিকাংশ তরুণী দেখা যাবে টিকটক ও ছবি তোলার জন্য ঈদের দিন বারবার ড্রেস চেঞ্জ করে থাকেন। তারা একেক আউটফিটের সঙ্গে একেক ধরনের সাজ ও মানানসই হেয়ার স্টাইল করবেন- এটাই স্বাভাবিক।
ডলি লাউঞ্জের স্বত্বাধিকারী লিয়া ইসলাম বলেন, ঈদুল আজহার সাজ খুব হালকা হতে পারে। গরমের কারণে মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেবেন। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করতে পারেন। এতে বৃষ্টিতে কিংবা ঘামে ভিজলেও মেকআপ নষ্ট হবে না। তিনি বলেন, শুরুতে ত্বকে আলতোভাবে ময়েশ্চারাইজার, এরপর মেকআপ লং লাস্টিং রাখার জন্য প্রাইমার ব্যবহার করলে ভালো হয়। তারপর স্কিনশেড অনুযায়ী একশেড ব্রাইট ফাউন্ডেশন লাগিয়ে কনসিলার লাগাতে হবে। এরপর ফেস পাউডার বা লুস পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। আই ভ্রু এঁকে নিয়ে আউটফিটের কালার অনুযায়ী আই মেকআপ করে নিতে হবে। তারপর মাশকারা, আইলাইনার, কাজল, ব্লাশন, হাইলাইটার, লিপস্টিক লাগাতে হবে। সবশেষে মেকআপ ধরে রাখার জন্য সেটিংস স্প্রে ব্যবহার করতে হবে। এতে মেকআপ লং লাস্টিং হবে।
বিউটিবক্স ওমেন্স পার্লারের বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সাজসজ্জার মধ্যে মেহেদি অন্যরকম ভূমিকা রাখে। উৎসবে নারীরা হাত রাঙাতে পছন্দ করেন। মেহেদি লাগানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন অর্গানিক কি না, কারণ বাজারে এখন অনেক ধরনের মেহেদি এসেছে। কেমিক্যাল মেহেদি আমাদের হাতের ক্ষতি করতে পারে। অর্গানিক মেহেদি ব্যবহার করার আগে অবশ্যই ক্ষারজাতীয় সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। এতে মেহেদির রঙ ও ডিজাইন টকটকে লাল হয়ে সুন্দরভাবে ফুটে উঠবে।’
সাজসজ্জায় চুলের সাজ খুবই গুরুত্বপূর্ণ। চুল ছোট হলে আয়রন, ব্লো ড্রাই করে ছেড়ে রাখতে পারেন। আর বড় হলে মেসি বান, ফিশটেল, ফ্রেঞ্চ বেণি কিংবা পনিটেইলও করতে পারেন। এতে গরম কম লাগবে। পোশাকের সঙ্গে মিল রেখে হালকা জুয়েলারি পরুন।
ঈদ মানে ত্যাগ, আনন্দ। পরিবার, আত্মীয়স্বজন-প্রতিবেশী সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করার মধ্যেই আনন্দ নিহিত রয়েছে। ঈদের আনন্দ ঘরে ঘরে উৎসব হয়ে উঠুক- এই প্রত্যাশা সবার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে