আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৮ ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২৮ ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু
ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়েছে, শীতকালীন ছুটি বহাল রেখে সাথে অতিরিক্ত দুই দিনের ছুটি যুক্ত করে ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল ও ক্লাস কার্যক্রম পুনরায় চালু হবে এবং জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকেই স্থগিত পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সাম্প্রতিক ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কারিগরি নিরীক্ষণ ও সংস্কার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর কর্তৃক প্রদত্ত সুপারিশ অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রাখার পাশাপাশি ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে হল খুলে দেওয়া হবে এবং সেদিন থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। তবে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে, শিক্ষণ ঘাটতি কমাতে অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। জানুয়ারি মাসের শুরুতেই বিভাগসমূহ নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে বলে সভায় জানানো হয়।

পরীক্ষাগুলো শুরু করার বিষয়ে ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন